facebook twitter You Tube rss bangla fonts

ঢাকা, ২১ নভেম্বর বৃহস্পতিবার, ২০২৪

Walton

পুঁজিবাজারের ১৫ সংবাদ থেকে জেনে নিন আপনার বিনিয়োগ সিদ্ধান্তের খবর


১৯ নভেম্বর ২০২৪ মঙ্গলবার, ০১:১২  পিএম

ডেস্ক রিপোর্ট

শেয়ার বিজনেস24.কম


পুঁজিবাজারের ১৫ সংবাদ থেকে জেনে নিন আপনার বিনিয়োগ সিদ্ধান্তের খবর

লোকসানের ধাক্কায় মিরপুর শাখা বন্ধের সিদ্ধান্ত প্রিমিয়ার লিজিংয়ের

প্রতিনিয়ত লোকসানের বোঝা বাড়তে থাকা প্রিমিয়ার লিজিং অবশেষে রাজধানীর মিরপুর শাখা বন্ধের সিদ্ধান্ত নিয়েছে। একই সঙ্গে ২০২৩ সালের জন্য শেয়ারহোল্ডারদের কোনো লভ্যাংশ না দেওয়ার ঘোষণা দিয়েছে কোম্পানিটি।

সোমবার (১৮ নভেম্বর) অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা পর্ষদের বৈঠকে ২০২৩ সালের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এ সিদ্ধান্ত নেওয়া হয়। রিপোর্ট অনুযায়ী, ২০২৩ সালে কোম্পানিটির শেয়ারপ্রতি সমন্বিত লোকসান দাঁড়িয়েছে ২৮ টাকা ৫৫ পয়সা, যা আগের বছরে ছিল ১৫ টাকা ৯৭ পয়সা।

লোকসানের ধারা অব্যাহত

কোম্পানির চলতি বছরের প্রথম তিন প্রান্তিকের আর্থিক প্রতিবেদনেও লোকসানের ধারা অব্যাহত রয়েছে। জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত ৯ মাসে শেয়ারপ্রতি সমন্বিত লোকসান হয়েছে ৬ টাকা ২২ পয়সা, যেখানে আগের বছরের একই সময়ে লোকসান ছিল ৫ টাকা ৭৯ পয়সা।

শেয়ার দামের নিম্নগতি

গত এক বছরে প্রিমিয়ার লিজিংয়ের শেয়ারের সর্বোচ্চ দাম ছিল ৭ টাকা ৭০ পয়সা, আর সর্বনিম্ন দাম ৩ টাকা ২০ পয়সা। শেয়ারপ্রতি দায়ও বেড়েছে, যা কোম্পানিটির ভবিষ্যৎ আর্থিক স্থিতিশীলতা নিয়ে শঙ্কা তৈরি করেছে।

আগের লভ্যাংশের ইতিহাস

২০১৬ ও ২০১৭ সালে ৫ শতাংশ হারে নগদ লভ্যাংশ প্রদান করেছিল প্রিমিয়ার লিজিং। ২০১৫ থেকে ২০১৮ সাল পর্যন্ত কোম্পানিটি ৫ শতাংশ স্টক লভ্যাংশও দিয়েছিল। তবে সাম্প্রতিক লোকসানের কারণে এ ধারা থেকে পুরোপুরি সরে এসেছে কোম্পানিটি।

এজিএম ও রেকর্ড তারিখ

কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২৬ ডিসেম্বর ডিজিটাল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত হবে। এ জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ৯ ডিসেম্বর।

লোকসানের চাপ এবং লভ্যাংশ বন্ধের সিদ্ধান্ত কোম্পানিটির প্রতি বিনিয়োগকারীদের আস্থা কতটা ধরে রাখতে পারবে, তা সময়ই বলে দেবে।

সোনালী আঁশের লভ্যাংশ ঘোষণা

পুঁজিবাজারে তালিকাভুক্ত সোনালী আঁশ ইন্ডাস্ট্রিজ লিমিটেড গত ৩০ জুন,২০২৪ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে। আলোচিত বছরের জন্য কোম্পানিটি শেয়ারহোল্ডারদের ১০ শতাংশ হারে নগদ লভ্যাংশ দেবে।

সোমবার (১৮ নভেম্বর) অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা পর্ষদের বৈঠকে সর্বশেষ হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর লভ্যাংশ সংক্রান্ত এই সিদ্ধান্ত নেওয়া হয়। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সর্বশেষ হিসাববছরে কোম্পানিটির শেয়ার প্রতি ৩ টাকা ২৩ পয়সা আয় হয়েছে। আগের বছর আয় হয়েছিল ৩ টাকা ৮৬ পয়সা।

গত ৩০ জুন,২০২৪ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য ছিল ৬১ টাকা ৮০ পয়সা। সমাপ্ত সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি ক্যাশফ্লো ছিল ৭ টাকা ৭১ পয়সা।

ঘোষিত লভ্যাংশ অনুমোদনের জন্য আগামী ৩১ ডিসেম্বর সকাল সাড়ে ১১ টায় ডিজিটাল প্ল্যাটফর্মে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ৯ ডিসেম্বর।

যে কারণে ৫ কোম্পানির এজিএম স্থগিত

শেয়ারবাজারে তালিকাভুক্ত পাঁচটি কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনিবার্য পরিস্থিতির কারণে স্থগিত করা হয়েছে। এসব কোম্পানির মধ্যে রয়েছে—ফিনিক্স ইন্স্যুরেন্স, ইসলামিক কমার্শিয়াল ইন্স্যুরেন্স, ইসলামী ইন্স্যুরেন্স কোম্পানি, এশিয়া ইন্স্যুরেন্স এবং বাটা শু কোম্পানি। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এই তথ্য জানা গেছে।


**ফিনিক্স ইন্স্যুরেন্স**

কোম্পানিটি ৩১ ডিসেম্বর ২০২৩ সমাপ্ত অর্থবছরের জন্য ১২% ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। তবে, ২৪ জুলাই ২০২৪-এর জন্য নির্ধারিত বার্ষিক সাধারণ সভা (এজিএম) ইন্টারনেট পরিষেবা সীমাবদ্ধতার কারণে স্থগিত করা হয়েছে। নতুন এজিএমের সময়সূচি পরবর্তীতে জানানো হবে।

**ইসলামিক কমার্শিয়াল ইন্স্যুরেন্স**

কোম্পানিটি ৩১ ডিসেম্বর ২০২৩ সমাপ্ত অর্থবছরের জন্য ১০% ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। ২৪ জুলাই ২০২৪-এর জন্য নির্ধারিত এজিএমও অনিবার্য কারণে স্থগিত করা হয়েছে এবং পরবর্তী তারিখ জানানো হবে।

**ইসলামী ইন্স্যুরেন্স কোম্পানি**

২০ জুলাই ২০২৪-এ অনুষ্ঠিতব্য এজিএম আজ ২৭ জুলাই ডিজিটাল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল, তবে সেটিও স্থগিত করা হয়েছে। কোম্পানিটি ১৫% ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে এবং শেয়ারপ্রতি আয় (ইপিএস) ছিল ২ টাকা ৯০ পয়সা।

**এশিয়া ইন্স্যুরেন্স**

এই কোম্পানির ২২ জুলাই ২০২৪-এর জন্য নির্ধারিত এজিএম অনিবার্য পরিস্থিতির কারণে স্থগিত করা হয়েছে। ৩১ ডিসেম্বর ২০২৩ সমাপ্ত অর্থবছরের জন্য ১১% ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে কোম্পানিটি। এজিএমের নতুন সময়সূচি পরবর্তীতে জানানো হবে।

**বাটা শু কোম্পানি**

২০২৩ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত অর্থবছরে ৪৩৫% ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করা বাটা শু কোম্পানির ৫২তম এজিএমও স্থগিত করা হয়েছে। ১৬ জুলাই ২০২৪-এর জন্য নির্ধারিত এজিএম নতুন তারিখ ২৯ জুলাই ২০২৪-এ ডিজিটাল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত হবে।

এভাবে, এগুলোর সকল এজিএম পরবর্তী সময়ে নির্ধারিত সময়সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কোম্পানিগুলি।

ইসলামী ব্যাংকে আসছে বড় সুখবর

ইসলামী ব্যাংকের চেয়ারম্যান ওবায়েদ উল্লাহ আল মাসুদ জানিয়েছেন, এস আলম গ্রুপের শেয়ার বিক্রি করে ব্যাংকটি ১০ হাজার কোটি টাকা আদায়ের পরিকল্পনা করছে। তিনি আজ সোমবার বাংলাদেশ ব্যাংকে এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন।

চেয়ারম্যান আরও বলেন, এস আলম ইসলামী ব্যাংকের ১৭টি শাখা থেকে প্রায় ৮০ হাজার কোটি টাকা নিয়ে গেছে, শুধু টাকা নয়, আন্তর্জাতিক ব্যাংকগুলোর সঙ্গে ব্যাংকের সম্পর্কও ক্ষতিগ্রস্ত হয়েছে। তিনি বলেন, পুরোনো উদ্যোক্তা সৌদি প্রতিষ্ঠান আল রাজিকে ব্যাংকে ফিরিয়ে আনার চেষ্টা চলছে এবং আইএফসিকেও যুক্ত করার পরিকল্পনা রয়েছে।

বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর সংবাদ সম্মেলনে বলেন, কেন্দ্রীয় ব্যাংক সব ব্যাংককে রক্ষা করার দায়িত্বে রয়েছে। যেসব ব্যাংক এখনও ঘুরে দাঁড়াতে পারেনি, তাদের জন্য বিশেষ উদ্যোগ নেওয়া হবে। তিনি উল্লেখ করেন, যে ব্যক্তি বা প্রতিষ্ঠান অনিয়মের মাধ্যমে ব্যাংক থেকে টাকা নিয়েছে, তাদের বিরুদ্ধে আলাদাভাবে ব্যবস্থা নেওয়া হবে এবং এস আলমের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করা হবে।

এদিকে, ইসলামী ব্যাংকের চেয়ারম্যান ওবায়েদ উল্লাহ আল মাসুদ দাবি করেন যে, ব্যাংকটির অবস্থান বর্তমানে উন্নতির দিকে। গত তিন মাসে ব্যাংকের আমানত প্রায় পাঁচ হাজার কোটি টাকা বেড়েছে এবং প্রবাসী আয় বৃদ্ধি পেয়েছে। নতুন বিনিয়োগের ক্ষেত্র বন্ধ হলেও ব্যাংকের ২ হাজার ৭০০ এজেন্ট পয়েন্টে তিনজন করে নতুন কর্মকর্তা নিয়োগ দেওয়া হচ্ছে, যারা আমানত বৃদ্ধিতে সহায়তা করবেন।

ইসলামী ব্যাংক ২০১৭ সালে মালিকানা পরিবর্তনের পর বিদেশি বিনিয়োগকারীরা শেয়ার বিক্রি শুরু করেন। এস আলম গ্রুপ ব্যাংকটির নিয়ন্ত্রণ নেওয়ার পর ইসলামী ব্যাংকের ৫০ শতাংশের বেশি মালিকানা ছিল বিদেশি উদ্যোক্তাদের, যা বর্তমানে কমে ১৩ শতাংশে নেমেছে। এস আলম গ্রুপের নিয়ন্ত্রণ নেওয়ার পর ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক (আইডিবি), দুবাই ইসলামী ব্যাংক, কুয়েতের সরকারি ব্যাংক এবং অন্যান্য বিদেশি প্রতিষ্ঠান তাদের শেয়ার বিক্রি করেছে।

 গোল্ডেন জুবিলি মিউচুয়াল ফান্ডের ট্রাস্টি সভার তথ্য উপেক্ষা

পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রতিষ্ঠান আইসিবি এএমসিএল সিএমএসএফ গোল্ডেন জুবিলি মিউচুয়াল ফান্ডের ট্রাস্টি সভা সংক্রান্ত তথ্যটি উপেক্ষা করার অনুরোধ জানিয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)।

প্রতিষ্ঠানটির ট্রাস্টি সভার সময়সূচী সংক্রান্ত তথ্যটি আজ ডিএসইর ওয়েবসাইটে প্রচার করা হয়। তবে অজান্তেই এ তথ্যটি প্রকাশ করা হয়েছে জানিয়ে এ সংক্রান্ত তথ্যটি উপেক্ষা করার জন্য অনুরোধ জানিয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জ।

আগামী ২৩ নভেম্বর বেলা সাড়ে ১২ টায় ফান্ডটির গত ৩০ সেপ্টেম্বর,২০২৪ তারিখে সমাপ্ত তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে বলে তথ্য প্রকাশ করা হয়েছিল।

পর্ষদ সভার তারিখ জানালো গ্লোবাল ইন্স্যুরেন্স

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি গ্লোবাল ইন্স্যুরেন্স লিমিটেড পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে। আগামী ২৩ নভেম্বর বেলা ১২টায় কোম্পানিটির পর্ষদ সভা অনুষ্ঠিত হবে।

আলোচিত সভায় ৩০ সেপ্টেম্বর,২০২৪ তারিখে সমাপ্ত তৃতীয় প্রান্তিকের (জুলাই’২৪-সেপ্টেম্বর’২৪) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পর্ষদ এ প্রতিবেদন অনুমোদন করলে তা প্রকাশ করবে কোম্পানিটি।

প্রিমিয়ার ব্যাংক পারপেচুয়াল বন্ডের ট্রাস্টি সভার তারিখ ঘোষণা

পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রতিষ্ঠান প্রিমিয়ার ব্যাংক পারপেচুয়াল বন্ড ট্রাস্টি সভার তারিখ ঘোষণা করেছে।

প্রতিষ্ঠানটির ট্রাস্টি সভা আগামী ২ ডিসেম্বর,২০২৪ তারিখ বিকেল ৩ টায় অনুষ্ঠিত হবে।

সভায় প্রতিষ্ঠানটির ২৬ ডিসেম্বর,২০২৪ তারিখে সমাপ্ত অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। সভা শেষে মুনাফা সংক্রান্ত তথ্য ও রেকর্ড তারিখ ঘোষণা হবে।

গোল্ডেন জুবিলি মিউচুয়াল ফান্ডের ট্রাস্টি সভার তারিখ ঘোষণা

পুঁজিবাজারে তালিকাভুক্ত আইসিবি এএমসিএল সিএমএসএফ গোল্ডেন জুবিলি মিউচুয়াল ফান্ড ট্রাস্টি সভার তারিখ ঘোষণা করেছে।

আলোচিত সভায় ৩০ সেপ্টেম্বর,২০২৪ তারিখে সমাপ্ত তৃতীয় প্রান্তিকের (জুলাই’২৪-সেপ্টেম্বর’২৪) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পর্ষদ এ প্রতিবেদন অনুমোদন করলে তা প্রকাশ করবে প্রতিষ্ঠানটি।

আইসিবির পর্ষদ সভার তারিখ ঘোষণা

পুঁজিবাজারে তালিকাভুক্ত রাষ্ট্রায়ত্ত বিনিয়োগ প্রতিষ্ঠান ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ (আইসিবি) পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে। আগামী ২৪ নভেম্বর বিকাল ০৪ টায় কোম্পানিটির পর্ষদ সভা অনুষ্ঠিত হবে।

আলোচিত সভায় ৩০ সেপ্টেম্বর,২০২৪ তারিখে সমাপ্ত প্রথম প্রান্তিকের (জুলাই’২৪-সেপ্টেম্বর’২৪) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পর্ষদ এ প্রতিবেদন অনুমোদন করলে তা প্রকাশ করবে কোম্পানিটি।

সমতা লেদারের পর্ষদ সভার তারিখ নির্ধারণ

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি সমতা লেদার কমপ্লেক্স লিমিটেড পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে। আগামী ২৪ নভেম্বর বিকাল সাড়ে ০৪ টায় কোম্পানিটির পর্ষদ সভা অনুষ্ঠিত হবে।

আলোচিত সভায় ৩০ জুন,২০২৪ তারিখে সমাপ্ত হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পর্ষদ এ প্রতিবেদন অনুমোদন করলে তা প্রকাশ করবে কোম্পানিটি।

সভা শেষে লভ্যাংশের ঘোষণা আসতে পারে।

অগ্নি সিস্টেমসের পর্ষদ সভার তারিখ ঘোষণা

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি অগ্নি সিস্টেমস লিমিটেড পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে। আগামী ২৫ নভেম্বর বিকাল ০৫টা ৪৫ কোম্পানিটির পর্ষদ সভা অনুষ্ঠিত হবে।

আলোচিত সভায় ৩০ জুন,২০২৪ তারিখে সমাপ্ত হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পর্ষদ এ প্রতিবেদন অনুমোদন করলে তা প্রকাশ করবে কোম্পানিটি। সভা শেষে লভ্যাংশের ঘোষণা আসতে পারে।

এছাড়াও, একই সভায় ৩০ সেপ্টেম্বর,২০২৪ তারিখে সমাপ্ত প্রথম প্রান্তিকের (জুলাই’২৪-সেপ্টেম্বর’২৪) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পর্ষদ এ প্রতিবেদন অনুমোদন করলে তা প্রকাশ করবে কোম্পানিটি।

২৮ কোটি টাকার ঘাটতি, পিএফআই সিকিউরিটিজের সনদ নবায়ন স্থগিত

সমন্বিত গ্রাহক হিসাবে ঘাটতি থাকায় পিএফআই সিকিউরিটিজের স্টক-ডিলার এবং স্টক-ব্রোকার রেজিস্ট্রেশন সার্টিফিকেটের (নিবন্ধন সনদ) নবায়ন স্থগিত করেছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। ফলে লেনদেন বন্ধ থাকায় বিপাকে পড়েছে প্রতিষ্ঠানটির বিও হিসাবধারী বিনিয়োগকারীরা।

১৮ নভেম্বর পিএফআই সিকিউরিটিজের ব্যবস্থাপনা পরিচালক বরাবর পাঠানো ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মনিটরিং অ্যান্ড কমপ্লায়েন্স বিভাগের প্রধান মো. বজলুর রহমান স্বাক্ষরিত সনদ নবায়ন স্থগিত সংক্রান্ত এক চিঠি সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, পিএফআই সিকিউরিটিজ পুঁজিবাজারের সদস্যভুক্ত ব্রোকারেজ হাউজ। প্রতিষ্ঠানটির সমন্বিত গ্রাহক হিসাবে (সিসিএ) ২৮ কোটি ১৮ লাখ টাকা ঘাটতি থাকায় এর সনদ নবায়ন স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে বিএসইসি। গতকাল নিবন্ধনের মেয়াদ শেষ হওয়ার পর সনদ নবায়ন করার জন্য আবেদন জানালেও তা গ্রহণ করেনি নিয়ন্ত্রক সংস্থা। ফলে প্রতিষ্ঠানটির লেনদেন কার্যক্রম আজ থেকে বন্ধ করে দেওয়া হয়।

এদিকে ট্রেড বা লেনদেন বন্ধ হওয়া বিপাকে পড়েছে প্রতিষ্ঠানটির বিও হিসাবধারী সাধারন বিনিয়োগকারীরা। অস্থিতিশীল শেয়ারবাজারের মাঝে তারা ব্রোকারেজ হাউজটির অনিয়মের কারণে লেনদেনের সুযোগ পাননি।

এ বিষয়ে প্রতিষ্ঠানটির এক বিও হিসাবধারী বলেন, আমার বিনিয়োগকৃত কোম্পানিগুলোর মাঝে একটি কোম্পানির ক্যাটাগরি ডাউন হয়েছে। ধারণা করছি, তারা এবার ভালো লভ্যাংশ দিবেনা এবং দরপতনের মুখে পড়বে। কিন্তু পিএফআই সিকিউরিটিজে আমার বিও হবার কারণে আমি আজ শেয়ারটি বিক্রি করতে পারলাম না। ফলে আমাকে লোকসান গুনতে হতে পারে।

পিএফআই সিকিউরিটিজের সমন্বিত গ্রাহক হিসাবে দীর্ঘদিন ধরে ঘাটতি রয়েছে। ঘাটতি পূরণে নিয়ন্ত্রক সংস্থা ও স্টক এক্সচেঞ্জের পক্ষ থেকে একাধিকবার বলা হলেও প্রতিষ্ঠানটি তা আমলে নেয়নি। তাতে প্রতিষ্ঠানটির বিষয়ে ১১ সেপ্টেম্বর কড়া সিদ্ধান্ত জানিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করে বিএসইসি।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সমন্বিত গ্রাহক হিসাবে ঘাটতি পূরণের জন্য পিএফআই সিকিউরিটিজ লিমিটেডের সময় বৃদ্ধির আবেদন নামঞ্জুর করা হয়। একইসাথে ব্রোকারেজ হাউজটির পরিচালনা পর্ষদের পরিচালকবৃন্দ, ব্যবস্থাপনা পরিচালক, সিইও-এর সকল ব্যাংক হিসাবের উত্তোলন বন্ধ করার জন্য বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটকে (বিএফআইইউ) পত্র প্রেরণ এবং এসব ব্যক্তিবর্গের সকল বিও হিসাব অবরুদ্ধকরণের জন্য সেন্ট্রাল ডিপজিটরী বাংলাদেশ লিমিটেডকে নির্দেশনা প্রদান করা হয়। পাশাপাশি ব্রোকার কোম্পানিটির পরিচালনা পর্ষদের পরিচালকবৃন্দ, ব্যবস্থাপনা পরিচালক, সিইওর দেশ ত্যাগে নিষেধাজ্ঞা প্রদানের জন্য পুলিশের বিশেষ শাখা বরাবর অনুরোধ পত্র প্রেরণ করা হয়।

এছাড়া পিএফআই সিকিউরিটিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা কাজী ফরিদউদ্দিন আহমেদ বরাবর পাঠানো বিএসইসির চিঠিতে উল্লেখ করা হয়েছে, কমিশন পিএফআই সিকিউরিটিজ লিমিটেডের অনুকূলে স্টক-ডিলার এবং স্টক-ব্রোকার নিবন্ধন নবায়ন করার অবস্থানে নেই। কারণ ২১ আগস্ট পর্যন্ত প্রতিষ্ঠানটির গ্রাহকের পাওনা হিসাবে ২৮ কোটি ১৮ লাখ ০৫ হাজার ৭০৮ টাকা ঘাটতি রয়েছে। যে কারণে ১৭ নভেম্বর প্রতিষ্ঠানটির নিবন্ধনের মেয়াদ শেষ কারণে নবায়নের যে আবেদন করা হয়েছে তা গ্রহণ করা হয়নি।

গোল্ডেন সনের পর্ষদ সভার তারিখ ঘোষণা

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি গোল্ডেন সন লিমিটেড পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে। আগামী ২৫ নভেম্বর বিকাল ০৫টায় কোম্পানিটির পর্ষদ সভা অনুষ্ঠিত হবে।

আলোচিত সভায় ৩০ জুন, ২০২৪ তারিখে সমাপ্ত হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পর্ষদ এ প্রতিবেদন অনুমোদন করলে তা প্রকাশ করবে কোম্পানিটি।

সভা শেষে লভ্যাংশের ঘোষণা আসতে পারে।

ইউনাইটেড ইন্স্যুরেন্সের ৭ উদ্যোক্তা-পরিচালকের শেয়ার বিক্রয়

পুঁজিবাজারে তালিকাভুক্ত বিমা খাতের ইউনাইটেড ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের শেয়ার বিক্রয় সম্পন্ন করেছে ৭ কর্পোরেট উদ্যোক্তা ও পরিচালক।

কোম্পানিটির কর্পোরেট উদ্যোক্তা পরিচালক ম্যাকলমস বাংলাদেশ ট্রাস্ট কোম্পানিটির ৪৪ লাখ ৪৯ হাজার ৯৩১টি শেয়ার, কর্পোরেট পরিচালক চাঁদপুরী টি কোম্পানির কাছে থাকা ২৫ লাখ ২১ হাজার ৫৭১টি শেয়ার, ডানকান ব্রাদার্সের ধারণ করা ৮ লাখ ১৫ হাজার ৭৯০, ক্যামেলিয়া ডানকান ফাউন্ডেশনের হাতে থাকা ৪৪ লাখ ৫০ হাজার, অক্টাভিয়াস স্টিলের কাছে থাকা ৪ লাখ ৪৪ হাজার ৯৩১, অ্যালিনাগার টি কোম্পানির হাতে থাকা ২৫ লাখ ৯৫ হাজার ৭৬৪ ও আমো টি কোম্পানির ধারণ করা ৩৩ লাখ ৮০ হাজার ২২০টি শেয়ার বিক্রয় করেছেন।

এর আগে, গত ১০ নভেম্বর এই ৭ উদ্যোক্তা-পরিচালক শেয়ার বিক্রয়ের ঘোষণা দেয়।

নিটল ইন্স্যুরেন্সের ক্রেডিট রেটিং সম্পন্ন

পুঁজিবাজারে তালিকাভুক্ত নিটল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ক্রেডিট রেটিং সম্পন্ন করা হয়েছে।

কোম্পানিটির ক্রেডিট রেটিং সম্পন্ন করেছে ক্রেডিট রেটিং ইনফরমেশন অ্যান্ড সার্ভিসেস লিমিটেড (সিআরআইএসএল)। নিটল ইন্স্যুরেন্স দীর্ঘ মেয়াদে ‘এএ+’ রেটিং হয়েছে।

কোম্পানিটির গত ৩১ ডিসেম্বর,২০২৩ সালের অনিরীক্ষিত ও চলতি বছরের ৩০ সেপ্টেম্বর সমাপ্ত সময়ের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদনের তথ্য অনুযায়ী এ রেটিং নির্ণয় করা হয়েছে।

 

 

শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

আপনার মন্তব্য লিখুন: