facebook twitter You Tube rss bangla fonts

ঢাকা, ১০ জানুয়ারি শুক্রবার, ২০২৫

Walton

পেছন ফিরে ছবি তুললেও চিনে ফেলবে গুগল


১৮ জুন ২০২৩ রবিবার, ১০:১২  এএম

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক

শেয়ার বিজনেস24.কম


পেছন ফিরে ছবি তুললেও চিনে ফেলবে গুগল

পেছন ফিরে মুখ ঢেকে ছবি তুললেও আপনাকে সহজেই চিনে নেবে গুগল। কারণ ইতোমধ্যেই গুগল এ কাজে পারদর্শী হয়ে গেছে। সম্প্রতি গুগলের এক বিজ্ঞপ্তিতে এমনটিই জানানো হয়েছে। ছবির ব্যক্তিদের চিনতে শুরু করেছে গুগল।

দেখা গেছে- যার ফোন থেকে ছবি তোলা, তার পরিচিতদের অনেকটাই নির্ভুল চিনে নিচ্ছে বিশ্বের সবচেয়ে বড় সার্চ ইঞ্জিন। কীভাবে এ প্রক্রিয়া চলে, তাও জানিয়েছে গুগল। সংস্থার স্বয়ংক্রিয় চিহ্নিতকরণ পদ্ধতিটি জামার রঙ, শরীরের আকার, মুখের গড়ন থেকে শুরু করে নানা খুঁটিনাটি জিনিসেই নজর রাখছে। ফলে কোনো গ্রুপে ফটো তোলা হলে সেখান থেকে চিনে নিচ্ছে সবাইকেই।

গ্রুপ ফটোর কোনো ব্যক্তি যদি পেছন ফিরে ছবি তোলেন, তা হলেও গুগল ঠিক চিনে নেবে। এমনটিই দাবি করেছে সংস্থা। ফলে ছবি নির্দিষ্ট অ্যালবামে রাখতে সুবিধা হবে আরও। কিন্তু এরই সঙ্গে উঠছে গোপনীয়তা নিয়ে প্রশ্নও।

শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

আপনার মন্তব্য লিখুন:

বিজ্ঞান ও প্রযুক্তি -এর সর্বশেষ