facebook twitter You Tube rss bangla fonts

ঢাকা, ০১ জানুয়ারি বুধবার, ২০২৫

Walton

পেরুতে এত নারী কোথায় হারিয়ে গেল


১১ জুন ২০২৩ রবিবার, ১২:৪৭  পিএম

আন্তর্জাতিক ডেস্ক

শেয়ার বিজনেস24.কম


পেরুতে এত নারী কোথায় হারিয়ে গেল

পেরুতে চলতি বছরের প্রথম চার মাসেই প্রায় সাড়ে তিন হাজার নারী নিখোঁজ হয়েছে। শনিবার (১০ জুন) দেশটির ন্যায়পাল কার্যালয়ের বরাত দিয়ে সংবাদমাধ্যম দ্য স্ট্রেইটস টাইমস এ খবর জানিয়েছে।

‘তাদের কী হয়েছে?’ শিরোনামে ন্যায়পাল কার্যালয়ের প্রতিবেদনে বলা হয়, ২০২৩ সালের জানুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত ৩ হাজার ৪০৬ জন নারী নিখোঁজের অভিযোগ দায়ের করা হয়েছে। তাদের মধ্যে শুধু ১ হাজার ৯০২ জনের সন্ধান পাওয়া গেছে। এ ছাড়া এক হাজার ৫০৪ জন এখনো নিখোঁজ রয়েছেন।

ন্যায়পালের ডেপুটি ইসাবেল অরটিজ বলেন, ‘পেরুতে নিখোঁজের বিষয়টিকে আসন্ন বিপজ্জনক পরিস্থিতি হিসেবে দেখতে হবে। তিনি বলেন, ‘তিন কোটি ৩০ লাখ মানুষের দেশটিতে এ ধরনের ঘটনা রোধে রাষ্ট্র যথেষ্ট পদক্ষেপ নিচ্ছে না।’

২০২২ সালে দেশটিতে ৫ হাজার ৩৮০ জনের বেশি নারী নিখোঁজ হওয়ার খবর পাওয়া যায়। তাদের মধ্যে বেশিরভাগই শিশু ও কিশোরী। তবে এ সংখ্যা ২০২১ সালের তুলনায় ৯ দশমিক ৭ শতাংশ কম।

বিভিন্ন নারীবাদী এনজিওর মতে, পুলিশ ও প্রসিকিউটর অফিস অনেক মামলার পর্যাপ্ত তদন্ত করে না। তারা মনে করে, নারীরা স্বেচ্ছায় পালিয়ে গেছে।

শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

আপনার মন্তব্য লিখুন: