facebook twitter You Tube rss bangla fonts

ঢাকা, ২২ ডিসেম্বর রবিবার, ২০২৪

Walton

পোষ্য কোটা বাতিলের ডাক: বৈষম্যের বিরুদ্ধে সোচ্চার সারজিস আলম


০৭ ডিসেম্বর ২০২৪ শনিবার, ১০:৫৭  পিএম

স্টাফ রিপোর্টার

শেয়ার বিজনেস24.কম


পোষ্য কোটা বাতিলের ডাক: বৈষম্যের বিরুদ্ধে সোচ্চার সারজিস আলম

পোষ্য কোটা বাতিলের দাবিতে সরব হলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আলোচিত সমন্বয়ক সারজিস আলম। শনিবার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে এক পোস্টে তিনি বলেন, “পোষ্য কোটা নামক তেলা মাথায় তেল দেওয়া কালচার অবিলম্বে বন্ধ করতে হবে।”

বাংলাদেশের চাকরি ও ভর্তি পরীক্ষায় পোষ্য কোটা সংরক্ষণ নিয়ে দীর্ঘদিন ধরে ক্ষোভ পুষে রেখেছেন সাধারণ শিক্ষার্থী ও চাকরিপ্রত্যাশীরা। সেই ধারাবাহিকতায় এবার নতুন করে আলোচনার ঝড় তুললেন সারজিস আলম।

সারজিসের এ মন্তব্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক সাড়া পড়েছে। অনেকে তার এই সাহসী অবস্থানকে স্বাগত জানিয়েছেন, কেউ কেউ আবার বিতর্কও তুলছেন।

সামাজিক ন্যায্যতার প্রশ্নে পোষ্য কোটা বাতিলের দাবি নতুন কিছু না হলেও সারজিস আলমের বক্তব্যে বিষয়টি আবারও নতুন মাত্রা পেল। চাকরিপ্রত্যাশীরা এবার কতটা ঐক্যবদ্ধ হয়ে এই দাবি আদায়ে এগিয়ে আসেন, সেটাই এখন দেখার বিষয়।

শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

আপনার মন্তব্য লিখুন:

জাতীয় -এর সর্বশেষ