১৩ অক্টোবর ২০১৬ বৃহস্পতিবার, ০৬:৪৯ পিএম
ডা. মোড়ল নজরুল ইসলাম
শেয়ার বিজনেস24.কম
![]() |
প্যানক্রিয়াস বা অগ্নাশয় মানব দেহের অতি প্রয়োজনীয় একটি অঙ্গ। আর প্যানক্রিয়াসের ক্যান্সার মানুষের মৃত্যুর অন্যতম প্রধান একটি কারণ। আর বিশেষজ্ঞগণ প্যানক্রিয়াসের ক্যান্সারের প্রাথমিক উপসর্গগুলো নির্ণয় করতে সক্ষম হয়েছেন বলে জানিয়েছেন।
বিশেষজ্ঞগণ বলছেন, কেবলমাত্র রক্ত পরীক্ষার মাধ্যমে এ ধরনের ক্যান্সারের প্রাথমিক অবস্থা শনাক্ত করা যায়। এক্ষেত্রে রোগীর রক্তের অ্যামাইনো এসিড বেড়ে যায়। আর বিশেষজ্ঞগণ ১ হাজার ৫ শত রোগীর রক্ত পরীক্ষায় দেখেছেন যাদের রক্তে অ্যামাইনো এসিডের পরিমাণ বেশি আছে তারাই প্যানক্রিয়াসের ক্যান্সারের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ। এই প্যানক্রিয়াসের ক্যান্সার শনাক্ত করার সহজ পরীক্ষায় তথ্য দিয়েছেন বোস্টনের ডানা ফারবার ক্যান্সার ইনস্টিটিউটের গবেষক ও স্ট্যাডি কো-অথার ড. ব্রায়ান ওলপিন।
আর বিশেষজ্ঞগণ এটাও বলছেন, শরীরের জন্য অতি গুরুত্বপূর্ণ একটি অঙ্গের নাম প্যানক্রিয়াস। প্রাথমিকভাবে ক্যান্সার শনাক্ত করা সম্ভব হলে প্যানক্রিয়াটিক ক্যান্সার অনেকাংশে রোধ করা সম্ভব।
লেখক : চুলপড়া, এলার্জি, চর্ম ও যৌন রোগ বিশেষজ্ঞ
শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।