১৫ নভেম্বর ২০২৪ শুক্রবার, ১০:০৮ এএম
স্পোর্টস ডেস্ক
শেয়ার বিজনেস24.কম
দারুণ ফুটবলে নিজেদের মাঠে আর্জেন্টিনাকে হারিয়েই দিল প্যারাগুয়ে। দক্ষিণ আমেরিকার বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে আর্জেন্টিনা এগিয়ে থেকেও শেষ পর্যন্ত ২-১ গোলে হেরেছে। শুক্রবার বাংলাদেশ সময় ভোরে খেলা শুরু হয়। যেখানে লাওতারো মার্তিনেসের গোলে এগিয়ে যাওয়া কোপা আমেরিকার চ্যাম্পিয়নরা ধরে রাখতে পারেনি ব্যবধান। আন্তোনিও সানাব্রিয়া সমতা ফেরানোর পর প্যারাগুয়ে জয় এনে দেন ওমার আলদেরেতে।
ম্যাচের একাদশ মিনিটে এগিয়ে যায় আর্জেন্টিনা। শুরুতে অফসাইড দেন লাইন্সম্যান। পরে ভিএআরের সাহায্য নিয়ে গোলের বাঁশি বাজান রেফারি। তবে ১৯তম মিনিটে সমতায় ফেরে প্যারাগুয়ে। গুস্তাভো গোমেসের হেড ক্রসবারে লেগে ফিরলেও বিপদমুক্ত করতে পারেনি আর্জেন্টিনা। পরে দিতে হয় এরই মাশুল। বাইলাইনের কাছাকাছি জায়গা থেকে গুস্তাফো ভেলাসকেসের ক্রসে সানাব্রিয়ার দৃষ্টিনন্দন বাইসাইকেল কিক পোস্ট ঘেঁষে জড়ায় জালে। ঝাঁপিয়েও বলের নাগাল পাননি দুই ম্যাচের নিষেধাজ্ঞা কাটিয়ে পোস্টের নিচে ফেরা এমিলিয়ানো মার্তিনেস।
বিরতির পর এগিয়ে যায় প্যারাগুয়ে। ৪৭তম মিনিটে গোমেসের ফ্রি কিকে ছুটে গিয়ে আলদেরেতে ডাইভিং হেডে খুঁজে নেন জাল। পিছিয়ে পড়ার পর যেন খেই হারিয়ে ফেলে আর্জেন্টিনা। ভুগতে থাকে বল দখল রাখতে। আক্রমণাত্মক ফুটবলে বিশ্ব চ্যাম্পিয়নদের চেপে ধরে প্যারাগুয়ে। ৬৯তম মিনিটে খেলার ধারার বিপরীতেই দারুণ সুযোগ পেয়েছিলেন রদ্রিগো দে পল। তবে গোলরক্ষককে একা পেয়েও অনেক উপর দিয়ে মেরে হতাশ করেন এই মিডফিল্ডার।
খেলার ৭৯তম মিনিটে সমতা প্রায় ফিরিয়েই ফেলেছিলেন লিওনেল মেসি। তার দূরপাল্লার শট একজনের গায়ে লেগে বেরিয়ে যায় পোস্ট ঘেঁষে। আট মিনিট পর আর্জেন্টিনা অধিনায়কের কর্নারে হেড লক্ষ্যে রাখতে পারেননি একটু আগে বদলি নামা তাতি কাস্তেয়ানোস।
হারলেও ১১ ম্যাচে ২২ পয়েন্ট নিয়ে শীর্ষেই আছে আর্জেন্টিনা। ১০ ম্যাচে ১৯ পয়েন্ট নিয়ে দুই নম্বরে থাকা কলম্বিয়ার সামনে সুযোগ আছে পয়েন্টের দিক থেকে তাদের পাশে বসার। ব্রাজিল ১৭ পয়েন্ট নিয়ে আছে তিনে। আর আর্জেন্টিনাকে হারিয়ে পাঁচে উঠে এসেছে প্যারাগুয়ে। এক ম্যাচ কম খেলা উরুগুয়ে সমান ১৬ পয়েন্ট নিয়ে গোল পার্থক্যে এগিয়ে আছে চারে।
শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।