facebook twitter You Tube rss bangla fonts

ঢাকা, ১৭ মার্চ সোমবার, ২০২৫

Walton

প্রতারণা মামলায় ৩৫৫ মিলিয়ন ডলার জরিমানা ট্রাম্পের


১৭ ফেব্রুয়ারি ২০২৪ শনিবার, ১০:০৬  এএম

আন্তর্জাতিক ডেস্ক

শেয়ার বিজনেস24.কম


প্রতারণা মামলায় ৩৫৫ মিলিয়ন ডলার জরিমানা ট্রাম্পের

প্রতারণা মামলায় সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং তার ট্রাম্প অর্গানাইজেশনকে প্রায় ৩৫৫ মিলিয়ন ডলার জরিমানা করা হয়েছে। নিউ ইয়র্কে স্থানীয় সময় শুক্রবার এই রায় দেওয়া হয়। শুধু তাই নয়, রায়ে ট্রাম্পকে তিন বছরের জন্য নিউ ইয়র্কের কোনও প্রতিষ্ঠান থেকে ঋণ গ্রহণে নিষিদ্ধ করা হয় এবং নিউ ইয়র্কের কোনও করপোরেশনে তাকে অফিসার বা পরিচালক হিসেবে কাজ করা থেকে বিরত থাকতে নির্দেশ দেওয়া হয়েছে।

বিচারপতি আর্থার এনগোরন মামলাটির ৯২ পৃষ্ঠার রায় ঘোষণা করেন। এই রুলিং নিউ ইয়র্কের ইতিহাসে অন্যতম বৃহত্তম করপোরেট রায়। তবে ট্রাম্প বলেছেন, তিনি এই রায়ের বিরুদ্ধে আপিল করবেন। তবে তার আগে সম্ভবত ৩৫৪.৯ মিলিয়ন ডলার জমা দিতে হবে।

রায়ে ট্রাম্পের প্রতিষ্ঠানের দুই কর্মকর্তার ওপরও নানা শাস্তিমূলক বিধিনিষেধ আরোপ করা হয়েছে। ট্রাম্পের দুই ছেলের ওপরও প্রায় একই ধরনের নির্দেশ জারি করা হয়েছে। বিচারপতি তার রায়ে আইন লঙ্ঘনের চার বছর পরও তাদের ভুল স্বীকার না করার জন্য ট্রাম্প, তার দুই প্রাপ্তবয়স্ক ছেলে এবং দুই কর্মকর্তাকে তীব্র ভাষায় ভর্ৎসনা করেন।

এই রায়ে খুশি হয়েছেন নিউ ইয়র্কের অ্যাটর্নি জেনারেল লেটিটিয়া জেমস। তিনি বলেন, এতে রাজ্য, দেশ এবং সবার জন্য সমান সুযোগে বিশ্বাসীদের জয় হয়েছে। তিনিই ২০২২ সালে এই মামলা দায়ের করেছিলেন।

ট্রাম্পের বিরুদ্ধে অব্যাহত প্রতারণা, ব্যবসায়িক তথ্যে মিথ্যা ভাষ্য দেওয়া, ভুল ব্যবসায়িক তথ্য দিয়ে ষড়যন্ত্র করা, ভুল অর্থবিবরণী প্রকাশ করা, বীমা প্রতারণা, বীমা প্রতারণা নিয়ে ষড়যন্ত্র করার অভিযোগ আনা হয়।

অভিযোগে বলা হয়, ট্রাম্পের সম্পত্তির পরিমাণ অনেক বেশি বাড়িয়ে দেখা হয়। এর ফলে তিনি বীমা এবং অন্যান্য সুবিধা লাভ করেছেন। সূত্র: রয়টার্স, বিবিসি, সিএনএন

শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

আপনার মন্তব্য লিখুন:

বিশেষ প্রতিবেদন -এর সর্বশেষ