facebook twitter You Tube rss bangla fonts

ঢাকা, ০৫ ফেব্রুয়ারি বুধবার, ২০২৫

Walton

প্রধান উপদেষ্টার বাসভবনের পথে আহতরা


০২ ফেব্রুয়ারি ২০২৫ রবিবার, ০৭:২৮  পিএম

ডেস্ক রিপোর্ট

শেয়ার বিজনেস24.কম


প্রধান উপদেষ্টার বাসভবনের পথে আহতরা

জুলাই গণ-অভ্যুত্থানে আহত ব্যক্তিরা রাজধানীর মিরপুর সড়কে দিনভর অবরোধ চালানোর পর সন্ধ্যায় প্রধান উপদেষ্টার বাসভবন ‘যমুনা’র দিকে যাত্রা করেছেন। তাঁদের মূল দাবি সুচিকিৎসা, পুনর্বাসন ও রাষ্ট্রীয় স্বীকৃতি।

গতকাল শনিবার থেকে শুরু হওয়া এই আন্দোলনে আজ রবিবার সকাল থেকে মিরপুর সড়ক অবরুদ্ধ করে রাখেন আন্দোলনকারীরা। আন্দোলনে অংশগ্রহণকারীদের মধ্যে রয়েছেন আমিনুল ইসলাম ইমন, যিনি গত ১৯ জুলাই মালিবাগে গুলিবিদ্ধ হন। তিনি জানান, প্রায় ২৪ ঘণ্টার আন্দোলনের পরও সরকারের পক্ষ থেকে কোনো প্রতিনিধি আলোচনায় আসেননি। নগরবাসীর দুর্ভোগের কথা চিন্তা করে তাঁরা সড়ক অবরোধ কর্মসূচি প্রত্যাহার করেছেন এবং সরাসরি প্রধান উপদেষ্টার সঙ্গে আলোচনা করতে যমুনার দিকে রওনা হয়েছেন।

এর আগে আন্দোলনকারী কোরবান শেখ জানান, সন্ধ্যা ৬টার দিকে তাঁরা সড়ক ছেড়ে জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউটের সামনে জড়ো হন। আহতদের মধ্যে যাঁরা স্বাস্থ্য মন্ত্রণালয়ে নিবন্ধিত, তাঁরা তাঁদের কাগজপত্রসহ প্রধান উপদেষ্টার বাসভবনের উদ্দেশ্যে রওনা হন।现场 প্রতিবেদনে জানা যায়, বিক্ষোভকারীরা কেউ হেঁটে, কেউ রিকশায়, কেউবা হুইলচেয়ারে যমুনার দিকে যাত্রা করেছেন।

শনিবার সন্ধ্যায় শুরু হওয়া এই আন্দোলন প্রথমে আগারগাঁও সড়কের সামনে সীমাবদ্ধ থাকলেও, আজ সকাল থেকে মিরপুর সড়কের শিশুমেলা মোড়ে ব্যাপক আকার ধারণ করে। দুপুরে সচিবালয়ের দিকে পদযাত্রার ঘোষণা দেওয়া হলেও, বিকেল চারটার পর সেই কর্মসূচি স্থগিত করে তাঁরা শিশুমেলা মোড়েই অবস্থান নেন। এই সড়ক অবরোধের ফলে নগরবাসীকে চরম ভোগান্তির সম্মুখীন হতে হয়।

আন্দোলনকারীরা আশাবাদী, প্রধান উপদেষ্টার সঙ্গে আলোচনার মাধ্যমে তাঁদের ন্যায়সঙ্গত দাবিগুলো আদায় করা সম্ভব হবে।

শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

আপনার মন্তব্য লিখুন: