facebook twitter You Tube rss bangla fonts

ঢাকা, ১৯ এপ্রিল শনিবার, ২০২৫

Walton

প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে বিএনপির স্পষ্ট বার্তা


১৭ এপ্রিল ২০২৫ বৃহস্পতিবার, ১০:৪৮  এএম

ডেস্ক রিপোর্ট

শেয়ার বিজনেস24.কম


প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে বিএনপির স্পষ্ট বার্তা

দলীয় বা গোষ্ঠীস্বার্থে রাজনীতিকে হেয় করে জনগণের ভোটাধিকার থেকে বঞ্চিত রাখার কোনো কৌশল বিএনপি সমর্থন করে না—এ বার্তা প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের কাছে স্পষ্টভাবে তুলে ধরেছে দলটি। আজ বুধবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে বিএনপির প্রতিনিধিদল এই অবস্থান জানায়।

বিএনপি লিখিত বক্তব্যে জানায়, জনগণের স্থায়ী কল্যাণ ও স্বার্থরক্ষায় গণতান্ত্রিক শাসনের বিকল্প নেই। তাই দ্রুত প্রয়োজনীয় সংস্কার সম্পন্ন করে আগামী ডিসেম্বরের মধ্যে জাতীয় সংসদ নির্বাচনের নির্দিষ্ট রোডম্যাপ ঘোষণা করার দাবি জানায় তারা, যেন জনমনে থাকা বিভ্রান্তির অবসান ঘটে।

বৈঠকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে দলের স্থায়ী কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন। লিখিত বক্তব্যে তারা বলেন, যারা এখন সংস্কারের বুলি কপচায় এবং বিএনপিকে সংস্কারের বিরুদ্ধে অবস্থানকারী হিসেবে চিহ্নিত করার চেষ্টা করে, তাদের উদ্দেশে স্মরণ করিয়ে দিচ্ছি—বিএনপির ভিশন-২০৩০ ও রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা কর্মসূচি ইতিবাচক ও গঠনমূলক পরিবর্তনের বার্তা বহন করে।

বিএনপি আরও জানায়, কোনো রাষ্ট্রের প্রধান নির্বাহী ও তার সরকারের বক্তব্যে সমন্বয় থাকা অত্যন্ত জরুরি। সম্প্রতি কিছু ব্যতিক্রম লক্ষ্য করে তারা উদ্বেগ প্রকাশ করেছে। প্রধান উপদেষ্টার প্রতি আস্থা রাখার প্রত্যাশা জানিয়ে বিএনপি অনুরোধ করে, বিভ্রান্তিকর অবস্থান নেওয়া ব্যক্তিদের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হোক।

বিএনপি লিখিত বক্তব্যে জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার ক্ষেত্রে কোনো বিলম্ব বা সময়ক্ষেপণের কৌশলকে প্রত্যাখ্যান করে। তারা স্পষ্ট করে বলে, জনগণই রাষ্ট্রের মালিক এবং তাদের অধিকার ফিরিয়ে দেওয়া দ্রুততম সময়ের মধ্যে নিশ্চিত করা জরুরি।

প্রয়োজনীয় সংস্কারে নিজেদের সমর্থন পুনর্ব্যক্ত করে বিএনপি উল্লেখ করে, বিগত ফ্যাসিবাদী সরকার সংবিধান, আইন, বিধি ও প্রতিষ্ঠানকে এমনভাবে কলুষিত করেছে যে এখন অবাধ ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে ব্যাপক পরিবর্তন অপরিহার্য। এতে সরকারের উদ্যোগকে সমর্থন ও সহযোগিতা করার অঙ্গীকার করে বিএনপি।

বৈঠকে প্রশাসন ক্যাডারের ৭৬৪ জন ভূতাপেক্ষ পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাকে পদায়ন না করা নিয়েও উদ্বেগ প্রকাশ করে বিএনপি। পাশাপাশি সব ক্যাডারে বৈষম্যের শিকার কর্মকর্তা-কর্মচারীদের যথাযথ মর্যাদা ও পদায়ন নিশ্চিত করার দাবি জানায়।

এ ছাড়া জাতীয় পরিচয়পত্র প্রকল্প নির্বাচন কমিশনের অধীনে রাখার বিষয়টি নিশ্চিত করা, নির্বাচনী এলাকা পুনর্নির্ধারণের আইনি জটিলতা দ্রুত নিরসনের দাবি তোলে দলটি। একই সঙ্গে জুলাই-আগস্ট অভ্যুত্থানে নিহত ও আহত ব্যক্তিদের ক্ষতিপূরণ ও চিকিৎসার দ্রুত ব্যবস্থা, দ্রব্যমূল্য ও আইনশৃঙ্খলার উন্নয়ন এবং অর্থনীতিতে গতি আনতেও অধিকতর উদ্যোগ চায় বিএনপি।

বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, প্রধান উপদেষ্টা নির্দিষ্ট সময়সীমা না দিলেও ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচনের কথা বলেছেন। তবে বিএনপি পরিষ্কারভাবে জানিয়েছে—ডিসেম্বরের মধ্যেই নির্বাচন না হলে দেশের রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক পরিস্থিতি আরও সংকটময় হয়ে উঠবে।

 

শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

আপনার মন্তব্য লিখুন:

রাজনীতি -এর সর্বশেষ