১৮ জুলাই ২০২৩ মঙ্গলবার, ০৩:৫৫ পিএম
শেয়ার বিজনেস ডেস্ক
শেয়ার বিজনেস24.কম
![]() |
প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টে ২০২৩ সালের মোট সিএসআর বাজেটের পাঁচ শতাংশ অনুদান দিয়েছে ব্র্যাক ব্যাংক। ব্যাংকের প্রতিনিধিরা গত ২২ জুন ট্রাস্টের কাছে একটি চেক হস্তান্তর করেন।
ব্র্যাক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সেলিম রেজা ফরহাদ হোসেন বলেন, ব্যাংকগুলোকে একটি শিক্ষিত জাতি গঠনে অবদান রাখার সুযোগ করে দেয়ার জন্য এই সময়োপযোগী উদ্যোগের জন্য বাংলাদেশ ব্যাংককে ধন্যবাদ জানাই। শিক্ষায় দীর্ঘমেয়াদি অবদান রাখার লক্ষ্যে আমরা ট্রাস্টকে আমাদের এই সহায়তা প্রদান অব্যাহত রাখব।
শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।