facebook twitter You Tube rss bangla fonts

ঢাকা, ০১ এপ্রিল মঙ্গলবার, ২০২৫

Walton

প্রবাসী আয় বাড়ায় দেশের রিজার্ভেও ঊর্ধ্বগতি, জানাল বাংলাদেশ ব্যাংক


২৮ মার্চ ২০২৫ শুক্রবার, ০৫:৫১  পিএম

ডেস্ক রিপোর্ট

শেয়ার বিজনেস24.কম


প্রবাসী আয় বাড়ায় দেশের রিজার্ভেও ঊর্ধ্বগতি, জানাল বাংলাদেশ ব্যাংক

প্রবাসী আয় বৃদ্ধির ফলে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভও ক্রমেই বাড়ছে। বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, বর্তমানে দেশের মোট বৈদেশিক মুদ্রার গ্রস রিজার্ভ দাঁড়িয়েছে ২৫.৪৪ বিলিয়ন ডলারে

বৃহস্পতিবার (২৭ মার্চ) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।

হালনাগাদ রিজার্ভের হিসাব

বাংলাদেশ ব্যাংকের সবশেষ তথ্যানুযায়ী:

  • গ্রস রিজার্ভ: ২৫,৪৪০.৮৮ মিলিয়ন ডলার

  • আইএমএফের বিপিএম-৬ মানদণ্ডে (নিট রিজার্ভ): ২০,২৯৬.৯৩ মিলিয়ন ডলার

মার্চে রেমিট্যান্সে নতুন রেকর্ড

এদিকে চলতি মার্চ মাসের প্রথম ২৬ দিনে প্রবাসীরা ২৯৪.৫০ কোটি মার্কিন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন—যা এক মাসের হিসাবে দেশের ইতিহাসে সর্বোচ্চ রেমিট্যান্স প্রবাহ।

রিজার্ভ ওঠানামার কারণ

এর আগে, গত ৯ মার্চ বাংলাদেশ ব্যাংক জানায়, এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়নের (আকু) জানুয়ারি ও ফেব্রুয়ারির আমদানি বিল বাবদ ১.৭৫ বিলিয়ন ডলার পরিশোধ করা হয়েছে। ফলে দেশের প্রকৃত রিজার্ভ ২০ বিলিয়ন ডলারের নিচে নেমে আসে। আকুর বিল পরিশোধের পর রিজার্ভ কমে দাঁড়ায় ১৯.৭৫ বিলিয়ন ডলারে

গত জানুয়ারির শুরুতেও আকুর নভেম্বর-ডিসেম্বর মাসের আমদানি বিল বাবদ ১.৬৭ বিলিয়ন ডলার পরিশোধ করেছিল বাংলাদেশ ব্যাংক। ফলে তখনও রিজার্ভ ২০ বিলিয়ন ডলারের নিচে নেমে গিয়েছিল

বাংলাদেশ ব্যাংক আশা করছে, প্রবাসী আয় এবং অন্যান্য বৈদেশিক লেনদেন ইতিবাচক থাকলে রিজার্ভ পরিস্থিতি আরও স্থিতিশীল হবে

শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

আপনার মন্তব্য লিখুন: