০৩ ফেব্রুয়ারি ২০২৫ সোমবার, ০১:২৯ পিএম
ডেস্ক রিপোর্ট
শেয়ার বিজনেস24.কম
সঞ্চয়পত্রের পর এবার প্রবাসী বাংলাদেশিদের জন্য সঞ্চয় বন্ডের মুনাফার হারও বাড়ছে। জাতীয় সঞ্চয় অধিদপ্তরের আওতাধীন তিন ধরনের বন্ডের মুনাফা বৃদ্ধির উদ্যোগ নিয়েছে সরকার। বন্ডগুলো হলো— ইউএস ডলার প্রিমিয়াম বন্ড, ইউএস ডলার ইনভেস্টমেন্ট বন্ড এবং ওয়েজ আর্নার ডেভেলপমেন্ট বন্ড।
অভ্যন্তরীণ সম্পদ বিভাগ (আইআরডি) সম্প্রতি তিন বন্ডের মুনাফার হার বৃদ্ধির প্রস্তাব অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদের কাছে উপস্থাপন করেছে। অনুমোদন পাওয়ার পর প্রজ্ঞাপন জারি করা হবে।
নতুন মুনাফার হার কত? মুনাফার সুনির্দিষ্ট হার এখনো প্রকাশ করা হয়নি, তবে অনুমোদনের পর তা জানা যাবে। বর্তমানে ওয়েজ আর্নার ডেভেলপমেন্ট বন্ডের মেয়াদান্তে সর্বোচ্চ ১২% মুনাফা পাওয়া যায়। ইউএস ডলার ইনভেস্টমেন্ট বন্ডে মুনাফার হার ৬.৫%, আর ইউএস ডলার প্রিমিয়াম বন্ডে ৭.৫%। মেয়াদের আগে ভাঙালে মুনাফার হার আরও কমে যায়।
নতুন বিনিয়োগ সুবিধা বন্ডে বিনিয়োগ সহজ করতে সরকারের কিছু নতুন সুবিধা চালু করা হয়েছে—
✅ ওয়েজ আর্নার ডেভেলপমেন্ট বন্ডে এক মেয়াদে বিনিয়োগ ও দুই মেয়াদে পুনর্বিনিয়োগের সুযোগ
✅ ইউএস ডলার প্রিমিয়াম বন্ড ও ইউএস ডলার ইনভেস্টমেন্ট বন্ডে এক মেয়াদে বিনিয়োগ ও চার মেয়াদে পুনর্বিনিয়োগের সুবিধা
✅ বিদেশি মালিকানাধীন শিপিং বা এয়ার ওয়েজ কোম্পানির বাংলাদেশি কর্মীদের পুনরায় বিনিয়োগের সুযোগ
✅ বন্ডে বিনিয়োগ করলে ৪০-৫০% মৃত্যুঝুঁকির সুবিধা
কোথায় পাওয়া যাবে এই বন্ড? বাংলাদেশ ব্যাংক, এক্সচেঞ্জ হাউস, অনুমোদিত ব্যাংকের এডি শাখা থেকে এই বন্ড কেনা যাবে। বিনিয়োগকারীরা বৈদেশিক মুদ্রায় আয় করা অর্থ দিয়ে সরাসরি বিনিয়োগ করতে পারবেন, এমনকি মনোনীত ব্যক্তির নামেও বিনিয়োগের সুযোগ থাকছে।
অর্থনীতিবিদদের মতামত ঢাকা বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন অর্থনীতির শিক্ষক রাশেদ আল মাহমুদ তিতুমীর মনে করেন, রাজস্বনীতি ও বাজেট ব্যবস্থাপনায় আরও সমন্বয়ের প্রয়োজন। তিনি বলেন, "বাজার যা করতে পারে, তা বাজারের ওপর ছেড়ে দেওয়া উচিত। তবে যেখানে বাজার ব্যর্থ হয়, সেখানে সরকারের হস্তক্ষেপ দরকার।"
বাজেট লক্ষ্যমাত্রা ও ভবিষ্যৎ পরিকল্পনা ২০২৪-২৫ অর্থবছরে বাজেট ঘাটতি পূরণে সরকার সঞ্চয়পত্র ও বন্ড বিক্রি করে ১৫,৪০০ কোটি টাকা সংগ্রহের লক্ষ্য নির্ধারণ করেছে। যদিও এখন পর্যন্ত সঞ্চয়পত্র ভাঙানোর প্রবণতা বেশি, তবে নতুন মুনাফার হার এবং সুবিধাগুলো কার্যকর হলে বিনিয়োগের পরিমাণ বাড়বে বলে আশা করা হচ্ছে।
শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।