০৯ মার্চ ২০২৫ রবিবার, ১২:১৭ পিএম
ডেস্ক রিপোর্ট
শেয়ার বিজনেস24.কম
বিদেশে অবস্থানরত বাংলাদেশিদের পাসপোর্ট সংক্রান্ত জটিলতা নিরসনে নতুন নির্দেশনা জারি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এখন থেকে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ছাড়াই শুধু জন্মনিবন্ধন সনদ দিয়েই প্রবাসীরা পাসপোর্ট ইস্যু, রি-ইস্যু এবং তথ্য সংশোধনের সুযোগ পাবেন। সম্প্রতি, স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাসপোর্ট অধিদপ্তরের মহাপরিচালকের কাছে পাঠানো এক নির্দেশনায় এই সিদ্ধান্ত জানানো হয়েছে।
প্রবাসীদের পাসপোর্ট ইস্যুতে এতদিন এনআইডি ও জন্মনিবন্ধন সনদে তথ্যের সামান্য অমিল থাকলেই আবেদন বাতিল করা হত, ফলে তারা চরম দুর্ভোগের শিকার হতেন। তবে নতুন নির্দেশনার ফলে এই সমস্যা আর থাকছে না। বিশেষত, নাম, বাবা-মায়ের নাম বা স্থায়ী ঠিকানার সামান্য অমিল থাকলেও এখন শুধু জন্মনিবন্ধন সনদ দিয়েই আবেদন করা যাবে।
নতুন নিয়ম অনুযায়ী, বয়স সংশোধনের ক্ষেত্রেও শিথিলতা আনা হয়েছে। আগে বয়স সংশোধন করা কঠিন ছিল, কিন্তু এখন থেকে সর্বোচ্চ ৮ বছর পর্যন্ত বয়স সংশোধন করা যাবে। আগে এর জন্য পাসপোর্ট অফিসে গিয়ে অতিরিক্ত নথিপত্র জমা দিতে হত, যা এখন আর বাধ্যতামূলক নয়।
পাসপোর্ট অধিদপ্তরের এক কর্মকর্তা জানান, এতদিন পাসপোর্টের আবেদন করতে হলে এনআইডি জমা দেওয়া বাধ্যতামূলক ছিল, যা পাসপোর্ট অফিসের সার্ভারের সঙ্গে সংযুক্ত থাকত। কিন্তু নতুন নিয়মে শুধু জন্মনিবন্ধন সনদ দিয়েই এই প্রক্রিয়া সম্পন্ন করা যাবে, যা প্রবাসীদের জন্য বড় স্বস্তির বিষয়।
এই উদ্যোগের ফলে প্রবাসীদের পাসপোর্ট ইস্যুর দীর্ঘসূত্রিতা কমবে এবং সময় ও ঝামেলা ছাড়াই প্রয়োজনীয় সংশোধন করা সম্ভব হবে। বিশেষজ্ঞরা মনে করছেন, এটি প্রবাসীদের জন্য একটি যুগান্তকারী সিদ্ধান্ত, যা বিদেশে বসবাসরত বাংলাদেশিদের প্রশাসনিক ঝামেলা কমিয়ে আনবে।
শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।