facebook twitter You Tube rss bangla fonts

ঢাকা, ১৮ অক্টোবর শুক্রবার, ২০২৪

Walton

প্রাইম ইসলামী লাইফের নিট দায় ১,৪৮৫ কোটি টাকা


১৮ অক্টোবর ২০২৪ শুক্রবার, ০৩:৩৯  পিএম

ডেস্ক রিপোর্ট

শেয়ার বিজনেস24.কম


প্রাইম ইসলামী লাইফের নিট দায় ১,৪৮৫ কোটি টাকা

পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের নিট দায়ের পরিমাণ দাঁড়িয়েছে ১ হাজার ৪৮৪ কোটি ৭৫ লাখ টাকা। কোম্পানিটির পর্ষদ ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২১ হিসাব বছর পর্যন্ত একটি মূল্যায়ন প্রতিবেদন অনুমোদন করেছে। বৃহস্পতিবার ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য অনুসারে, প্রাইম ইসলামী লাইফে ঘাটতির পরিমাণ ৬৭৬ কোটি ৯৯ লাখ টাকা এবং জীবন বীমা তহবিলের পরিমাণ ৮০৭ কোটি ৭৫ লাখ টাকা।

সর্বশেষ অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুসারে, চলতি ২০২৪ হিসাব বছরের তিন প্রান্তিকে (জানুয়ারি-সেপ্টেম্বর) প্রাইম ইসলামী লাইফের মোট আয়ের তুলনায় বীমা দাবিসহ মোট ব্যয় ৭৭ কোটি ২৩ লাখ টাকা বেশি হয়েছে। গত বছরের একই সময়ে এ খাতে ৭৯ কোটি ৪১ লাখ টাকা বেশি ব্যয় হয়েছিল।

চলতি বছরের ৩০ সেপ্টেম্বর শেষে কোম্পানিটির জীবন বীমা তহবিলের পরিমাণ দাঁড়িয়েছে ৬৭৯ কোটি ৬২ লাখ টাকায়, গত বছরের সেপ্টেম্বর শেষে যা ছিল ৬৯১ কোটি ৯২ লাখ টাকা।

২০০৭ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রাইম ইসলামী লাইফের অনুমোদিত মূলধন ৫০ কোটি ও পরিশোধিত মূলধন ৩০ কোটি ৫২ লাখ টাকা। মোট শেয়ার সংখ্যা ৩ কোটি ৫ লাখ ২০ হাজার ২৩০।

এর মধ্যে উদ্যোক্তা পরিচালকদের হাতে রয়েছে ৩৬ দশমিক শূন্য ৮ শতাংশ শেয়ার। এছাড়া প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ৩২ দশমিক ৮০, বিদেশী বিনিয়োগকারীদের কাছে দশমিক শূন্য ১৫ ও সাধারণ বিনিয়োগকারীদের হাতে বাকি ৩০ দশমিক ৯৭ শতাংশ শেয়ার রয়েছে।

ডিএসইতে গতকাল প্রাইম ইসলামী লাইফের শেয়ারের সমাপনী দর ছিল ৩৩ টাকা ৫০ পয়সা। গত এক বছরে শেয়ারটির সর্বনিম্ন ও সর্বোচ্চ দর ছিল যথাক্রমে ৩৩ টাকা ২০ ও ৫৬ টাকা ৭০ পয়সা।

সর্বশেষ অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুসারে, চলতি ২০২৪ হিসাব বছরের প্রথমার্ধে (জানুয়ারি-জুন) প্রাইম ইসলামী লাইফের মোট আয়ের তুলনায় বীমা দাবিসহ মোট ব্যয় ৭০ কোটি ৮৩ লাখ ৪০ হাজার টাকা বেশি হয়েছে। গত বছরের একই সময়ে এ খাতে ৮০ কোটি ৭২ লাখ ৯০ হাজার টাকা বেশি ব্যয় হয়েছিল। গত ৩০ জুন শেষে কোম্পানিটির জীবন বীমা তহবিলের পরিমাণ দাঁড়িয়েছে ৬৮৬ কোটি ৫১ লাখ ৫০ হাজার টাকায়। গত বছরের জুন শেষে এর পরিমাণ ছিল ৬৯০ কোটি ৬০ লাখ ৪০ হাজার টাকা।

সর্বশেষ সমাপ্ত ২০২৩ হিসাব বছরে বিনিয়োগকারীদের জন্য ১ শতাংশ নগদ লভ্যাংশ প্রদানের সুপারিশ করেছে প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের পর্ষদ। ঘোষিত লভ্যাংশ ও অন্যান্য এজেন্ডায় বিনিয়োগকারীদের অনুমোদন নিতে আগামী ৬ নভেম্বর হাইব্রিড সিস্টেমে বার্ষিক সাধারণ সভা (এজিএম) আহ্বান করেছে কোম্পানিটি।

৩১ ডিসেম্বর ২০২২ সমাপ্ত বছরে শেয়ারহোল্ডারদের কোনো লভ্যাংশ দেয়নি কোম্পানিটি। ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২১ হিসাব বছরে শেয়ারহোল্ডারদের ২ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল। ২০২০ হিসাব বছরে শেয়ারহোল্ডারদের কোনো লভ্যাংশ দেয়নি কোম্পানিটি। ২০১৯ হিসাব বছরে ১০ শতাংশ নগদ ও ২০১৮ হিসাব বছরে শেয়ারহোল্ডারদের ১২ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্স।

শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

আপনার মন্তব্য লিখুন: