facebook twitter You Tube rss bangla fonts

ঢাকা, ১২ মার্চ বুধবার, ২০২৫

Walton

প্রাইম ব্যাংকের সাথে পেরোল চুক্তি করলো রূপালী লাইফ


১৩ ফেব্রুয়ারি ২০২৫ বৃহস্পতিবার, ০৯:৪৪  পিএম

ডেস্ক রিপোর্ট

শেয়ার বিজনেস24.কম


প্রাইম ব্যাংকের সাথে পেরোল চুক্তি করলো রূপালী লাইফ

রূপালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির সাথে প্রাইম ব্যাংক’র নতুন পেরোল চুক্তি সই

বাংলাদেশের শীর্ষস্থানীয় বেসরকারি বাণিজ্যিক ব্যাংক প্রাইম ব্যাংক পিএলসি সম্প্রতি রূপালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের সাথে একটি নতুন পেরোল চুক্তি সই করেছে। চুক্তিটি সম্প্রতি গুলশানের প্রাইম ব্যাংকের করপোরেট অফিসে অনুষ্ঠিত এক অনুষ্ঠানে সম্পন্ন হয়।

এই চুক্তির আওতায়, রূপালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির সকল কর্মী প্রাইম ব্যাংকের বিভিন্ন সেবায় বিশেষ সুবিধা উপভোগ করতে পারবেন। এর মধ্যে রয়েছে ক্রেডিট কার্ড, লোন সুবিধা এবং প্রেফারেনশিয়াল ব্যাংকিং সেবা। এছাড়া, প্রতিষ্ঠানটির কর্মীরা প্রাইম ব্যাংকের ডিজিটাল পোর্টাল ‘প্রাইম পে’-এর মাধ্যমে সার্বক্ষণিক স্বয়ংক্রিয় বেতন বণ্টন ও করপোরেট পেমেন্ট সুবিধা উপভোগ করবেন।

প্রাইম ব্যাংক পিএলসি’র ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মো. নাজিম এ চৌধুরী এবং রূপালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর ও সিইও মো. গোলাম কিবরিয়া নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এই চুক্তিতে সই করেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রাইম ব্যাংকের ইভিপি ও হেড অফ ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক মামুর আহমেদ, ভিপি ও হেড অফ পেরোল ব্যাংকিং হাসিনা ফেরদৌস, এবং রূপালী লাইফের এএমডি ও সিএফও মিঠুন চন্দ্র পাল-এফসিএ, কোম্পানি সেক্রেটারি মো. আমিরুল ইসলাম, ইভিপি মো. আব্দুল্লাহ সহ উভয় প্রতিষ্ঠানের উচ্চপদস্থ কর্মকর্তারা।

এই চুক্তির মাধ্যমে দু`টি প্রতিষ্ঠান একে অপরকে সহায়তা করবে এবং তাদের কর্মীদের জন্য আরও উন্নত সেবা নিশ্চিত করবে।

শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

আপনার মন্তব্য লিখুন: