১৩ মে ২০২৪ সোমবার, ১০:২০ এএম
স্পোর্টস ডেস্ক
শেয়ার বিজনেস24.কম
![]() |
দিল্লি ক্যাপিটালসকে ৪৭ রানের বড় ব্যবধানে হারাল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু। এ জয়ে চলমান আইপিএলে প্লে-অফের আশা বাঁচিয়ে রাখলেন বিরাট কোহলি-ফাফ ডু প্লেসিরা। আসরের ৬২তম ম্যাচে প্রথমে ব্যাট করা ব্যাঙ্গালুরু নির্ধারিত ২০ ওভার শেষে ৯ উইকেট হারিয়ে ১৮৭ রান করে। জবাবে ১৯.১ ওভারে ১৪০ রানে গুটিয়ে যায় দিল্লি।
১৮৮ রানের লক্ষ্যে ব্যাট করতে নামা দিল্লির হয়ে সর্বোচ্চ ৩৯ বলে ৫টি চার ও ৩টি ছক্কায় ৫৭ রান করেন অক্ষর প্যাটেল। তবে আর কোনো ব্যাটার সেভাবে দাঁড়াতে না পারায় হার বরণ করতে হয় দলটিকে।ব্যাঙ্গালুরু বোলারদের মধ্যে সর্বোচ্চ ৩টি উইকেট পান যশ দয়াল। লকি ফার্গুসন ২টি উইকেট দখল করেন।
টস হেরে এর আগে প্রথমে ব্যাট করতে নেমে রজত পতিদর, উইল জ্যাকস ও ক্যামেরন গ্রিনের ব্যাটে দুইশ ছুঁই ছুঁই ইনিংস খেলে ব্যাঙ্গালুরু। পতিদর ৩২ বলে ৩টি চার ও সমান ছক্কায় ৫২ রানের ইনিংস খেলেন। এছাড়া জ্যাকস ৪১ ও গ্রিন ৩২ রান করেন।
এই জয়ে ১৩ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে টেবিলের পাঁচ নম্বরে থেকে প্লে-অফের আশা বাঁচিয়ে রেখেছে ব্যাঙ্গালুরু। সমান ম্যাচে সমান পয়েন্ট নিয়ে রান রেটে পিছিয়ে থাকা দিল্লি আছে ছয় নম্বরে।
শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।