facebook twitter You Tube rss bangla fonts

ঢাকা, ২২ ডিসেম্বর রবিবার, ২০২৪

Walton

ফখরুলের সঙ্গে রাশিয়ার রাষ্ট্রদূতের বৈঠক


২৯ আগস্ট ২০২৪ বৃহস্পতিবার, ০১:১৭  পিএম

স্টাফ রিপোর্টার

শেয়ার বিজনেস24.কম


ফখরুলের সঙ্গে রাশিয়ার রাষ্ট্রদূতের বৈঠক

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বৈঠক করেছেন ঢাকায় নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার মান্টিটস্কি। বৃহস্পতিবার বিএনপি চেয়ারপারসনের গুলশান রাজনৈতিক কার্যালয়ে এই বৈঠক হয়।

প্রায় এক ঘণ্টাব্যাপী এই বৈঠকে ব্যবসা-বাণিজ্য, বিনিয়োগ, বৈজ্ঞানিক ক্ষেত্র, সাংস্কৃতিক ক্ষেত্র ও জ্বালানি ক্ষেত্রসহ বিভিন্ন বিষয় আলোচনা হয়েছে। বিএনপি মহাসচিবের সঙ্গে বৈঠকে দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী ও শামা ওবায়েদ (পদ স্থগিত) উপস্থিত ছিলেন।

বৈঠক শেষে আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, ‘আমাদের মধ্যে দু`দেশের সম্পর্কের বিষয়ে আলোচনা হয়েছে। দু`দেশের ব্যবসা-বাণিজ্য, বিনিয়োগসহ প্রত্যেকটি বিষয়ের আলোচনা হয়েছে। জানতে চেয়েছে, বর্তমান ও ভবিষ্যতে এই সম্পর্কের বিষয়ে আমরা কী চিন্তা করছি। পরিষ্কার করে বলা হয়েছে যে, বিএনপি সকলের সঙ্গে সম্পর্কে বিশ্বাসী। বিশেষ কোনো দেশ, আলাদা আলাদা করে ডেকে এনে নয় সকলের সঙ্গে সম্পর্ক থাকবে। রাশিয়ার সঙ্গে বাংলাদেশের মানুষের সম্পর্ক থাকবে, দু`দেশের সম্পর্ক থাকবে।’

তিনি বলেন, ‘ব্যবসা-বাণিজ্যে, বিনিয়োগ, বৈজ্ঞানিক ক্ষেত্রে, সাংস্কৃতিক ক্ষেত্রে ও জ্বালানি ক্ষেত্রে রাশিয়া তো একটা বিশাল দেশ। তারা আগামী দিনে ব্যাংক করতে যাচ্ছে। আমরা স্বাগত জানিয়েছি এবং বাংলাদেশের পণ্য দীর্ঘ দিন যায় না, আমরা আশা করছি ওদের সঙ্গে আলাপ-আলোচনার মাধ্যমে রাশিয়ার মার্কেটে আমরা আরো জায়গা নিতে চাই। সার্বিকভাবে দু’দেশের যে সম্পর্ক, সেটাকে এগিয়ে নেয়া হবে।’

আমীর খসরু বলেন, ‘বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপট সম্পর্কে রাশিয়া জানতে চেয়েছে নির্বাচন কতদিনে হতে পারে। আমরা বলেছি-ইতিমধ্যে তো আমাদের অবস্থান পরিষ্কার করেছি। যত শিগগিরই নির্বাচিত সরকারের কাছে হস্তান্তর করা যাবে। আমাদের কাছে নির্দিষ্ট সময় জানতে চেয়েছে, আমরা কোনো নির্দিষ্ট সময় বলিনি। আমরা বলেছি, আমরা বর্তমান সরকারকে সমর্থন দিচ্ছি, তাদের কার্যক্রমে পূর্ণ সমর্থন দিচ্ছি এবং আমরা একসঙ্গে কাজ করছি।’ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এই মুহূর্তে তো আমরা ক্ষমতায় নাই। বিএনপি ক্ষমতায় আসলে তখন আলোচনা হতে পারে।’

শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

আপনার মন্তব্য লিখুন:

রাজনীতি -এর সর্বশেষ