facebook twitter You Tube rss bangla fonts

ঢাকা, ০৬ মার্চ বৃহস্পতিবার, ২০২৫

Walton

ফার্স্ট লিড সিকিউরিটিজের ৩ শীর্ষ কর্মকর্তার দেশত্যাগে নিষেধাজ্ঞা


০৫ মার্চ ২০২৫ বুধবার, ১১:৩৬  পিএম

ডেস্ক রিপোর্ট

শেয়ার বিজনেস24.কম


ফার্স্ট লিড সিকিউরিটিজের ৩ শীর্ষ কর্মকর্তার দেশত্যাগে নিষেধাজ্ঞা

গ্রাহকের অর্থ আত্মসাতের অভিযোগে চলমান তদন্তের প্রেক্ষিতে, বেসরকারি প্রতিষ্ঠান ফার্স্ট লিড সিকিউরিটিজ লিমিটেড-এর মালিকপক্ষের তিন শীর্ষ কর্মকর্তার দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করেছেন আদালত। তারা হলেন—আবু তাহের মোহাম্মাদ শোয়েব, মোহাম্মদ কুনু চৌধুরী, এবং মুহিতুল বারী।

বুধবার (৫ মার্চ) দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ জাকির হোসেন গালিব এই আদেশ দেন। দুদকের পক্ষ থেকে জানানো হয়েছে, গ্রাহকের অর্থ আত্মসাতের অভিযোগে এই তিনজনের বিরুদ্ধে তদন্ত চলছে এবং তদন্তের স্বার্থে তাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।

এ বিষয়ে দুদকের উপপরিচালক মো. মুস্তাফিজুর রহমান আদালতে আনুষ্ঠানিক আবেদন করেন, যা গ্রহণ করে আদালত এই আদেশ প্রদান করেন। তদন্ত সম্পন্ন না হওয়া পর্যন্ত তাদের দেশত্যাগে বিধিনিষেধ বহাল থাকবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

আপনার মন্তব্য লিখুন:

শেয়ারবাজার -এর সর্বশেষ