০৭ এপ্রিল ২০২৪ রবিবার, ১০:০২ এএম
স্পোর্টস ডেস্ক
শেয়ার বিজনেস24.কম
গ্যালারিতে বসে ইন্টার মিয়ামির টানা তিন হার দেখেছিলেন লিওনেল মেসি। হ্যামস্ট্রিং ইনজুরির কারণে খেলতে পারেননি আর্জেন্টাইন বিশ্বকাপজয়ী তারকা। ইনজুরি কাটিয়ে এবার মাঠে ফিরলেন মেসি, গোলও করলেন। তার ফেরার ম্যাচেও কলোরাডো র্যাপিডের বিপক্ষে জিততে পারলো না মিয়ামি; ড্র করে করতে হয়েছে ২-২ গোলে।
শনিবার (৬ এপ্রিল) রাতে নিজেদের ঘরের মাঠ চেজ স্টেডিয়ামে ৪৫ মিনিটে পিছিয়ে পড়ে মিয়ামি। পেনাল্টিতে গোল হজম করে স্বাগতিক দল। কলোরাডোর হয়ে গোলটি করেন রাফায়েল নাভেরো।
এরপর ৫৭ মিনিটে গোল করে মিয়ামিতে সমতায় (১-১ গোলে) ফেরান দলের প্রধান তারকা মেসি। এর মাত্র ৩ মিনিট পর গোল মিয়ামির হয়ে আরও একটি গোল করেন লিওনার্দো অ্যাফোনসো। এতে মিয়ামি এগিয়ে যায় ২-১ গোলে।
মিয়ামি এগিয়ে থাকার পর অবশ্য তেমন আক্রমণে আসতে পারেনি কলোরাডো। তখন মনে হয়েছিল, মেসির ফেরার দিনে দারুণ একটি জয় পেতে যাচ্ছে মিয়ামি। কিন্তু না। ৮৮ মিনিটে গোল করে ৮ বারের ব্যালন ডি`অর জয়ীয় তারকার ফেরার আনন্দকে ম্লান করে দেন কোল বাসেত। আচমকা গোল করে বসেন তিনি।
বাসেতের শেষ মুহূর্তের গোলে ২-২ সমতায় ফেরে কলোরাডো। অবশেষে পয়েন্ট ভাগাভাগিতেই সন্তুষ্ট থাকতে হয় মেসির মিয়ামিকে।
শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।