facebook twitter You Tube rss bangla fonts

ঢাকা, ১৯ এপ্রিল শনিবার, ২০২৫

Walton

ফু-ওয়াং ফুডসের সাবেক এমডি ও তার দুই কন্যার বিরুদ্ধে অনিয়মের মামলা


১৮ এপ্রিল ২০২৫ শুক্রবার, ১২:৪৫  পিএম

ডেস্ক রিপোর্ট

শেয়ার বিজনেস24.কম


ফু-ওয়াং ফুডসের সাবেক এমডি ও তার দুই কন্যার বিরুদ্ধে অনিয়মের মামলা

 


ফু-ওয়াং ফুডসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আরিফ আহমেদ চৌধুরী ও তার দুই কন্যার বিরুদ্ধে প্রায় ৭১ কোটি টাকার হিসাব গরমিল এবং আর্থিক অনিয়মের অভিযোগে মামলা দায়ের করা হয়েছে।

গত ১৬ এপ্রিল ঢাকা জেলা ও দায়রা জজ আদালতে (কেস নং: ১৬৩/২০২৫) এ মামলা করেন মিনোরি বাংলাদেশ লিমিটেডের বর্তমান ব্যবস্থাপনা পরিচালক মিয়া মামুন।

জানা গেছে, ২০২২ সালের জানুয়ারিতে মিনোরি বাংলাদেশ ফু-ওয়াং ফুডসের ৮৪ লাখ ৪২ হাজার ৭২৬টি স্পনসর শেয়ার কিনে নেয়। চুক্তির ধারা ৪.২ অনুযায়ী, সাবেক পরিচালকদের সাত কর্মদিবসের মধ্যে কোম্পানির যাবতীয় দায়-দেনার হিসাব প্রকাশ ও নিষ্পত্তির বাধ্যবাধকতা ছিল। কিন্তু দুই বছরের বেশি সময় পেরিয়ে গেলেও সাবেক এমডি আরিফ আহমেদ চৌধুরী এবং তার দুই কন্যা সেই শর্ত পূরণ করেননি।

মামলার এজাহারে বলা হয়, তারা কোম্পানির প্রায় ৭০ কোটি টাকার ভ্যাট ও ট্যাক্সের তথ্য গোপন করেছেন এবং শেয়ার বিক্রির পর খরচের প্রকৃত হিসাবও দেননি।

মিনোরি বাংলাদেশের পক্ষে আইনজীবী মোহাম্মদ নাসির উদ্দিন জানান, লিগ্যাল নোটিশ পাঠানোর পরও প্রতিকার না পেয়ে বাধ্য হয়ে আদালতের দ্বারস্থ হতে হয়েছে। তিনি আরও বলেন, আদালতের নির্দেশনা অমান্য করলে ভবিষ্যতে ফৌজদারি মামলা সহ আরও কঠোর আইনি পদক্ষেপ নেওয়া হবে।

এদিকে জানা গেছে, আরিফ আহমেদ চৌধুরী ও তার দুই কন্যা বর্তমানে কানাডায় অবস্থান করছেন। উল্লেখ্য, তিনি ঢাকা-১৪ আসনে আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশী ছিলেন। যদিও তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও কোনো সাড়া পাওয়া যায়নি।

এই মামলার মধ্য দিয়ে ফু-ওয়াং ফুডসের সাবেক পরিচালনা পর্ষদের বিরুদ্ধে গুরুতর আর্থিক অনিয়মের অভিযোগ উত্থাপিত হলো, যা কোম্পানির বর্তমান পরিচালনা ও ভাবমূর্তির জন্য একটি বড় চ্যালেঞ্জ হিসেবে দেখা দিচ্ছে।

শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

আপনার মন্তব্য লিখুন: