facebook twitter You Tube rss bangla fonts

ঢাকা, ২১ ফেব্রুয়ারি শুক্রবার, ২০২৫

Walton

ফেব্রুয়ারির প্রথম ১৫ দিনে রেমিট্যান্সে সোনালী সাফল্য


১৬ ফেব্রুয়ারি ২০২৫ রবিবার, ০৯:৪৫  পিএম

ডেস্ক রিপোর্ট

শেয়ার বিজনেস24.কম


ফেব্রুয়ারির প্রথম ১৫ দিনে রেমিট্যান্সে সোনালী সাফল্য

প্রবাসী বাংলাদেশিদের প্রেরণায় দেশ পেল বিশাল অংকের রেমিট্যান্স! চলতি ফেব্রুয়ারির প্রথম ১৫ দিনে প্রাপ্ত রেমিট্যান্সের পরিমাণ ১৩১ কোটি ২২ লাখ ৩০ হাজার ডলার, যা বাংলাদেশের মুদ্রায় প্রায় ১৬ হাজার ৯ কোটি টাকায় পরিণত হয়েছে। প্রতিদিন গড়ে ৮ কোটি ৭৪ লাখ ডলার রেমিট্যান্স আসছে দেশজুড়ে।

বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে, যা প্রবাসীদের অবদানকে আরো উজ্জীবিত করে। জানুয়ারিতে প্রবাসীরা ২.১৯ বিলিয়ন ডলারের রেমিট্যান্স পাঠালেও, ফেব্রুয়ারির শুরুতেই রেকর্ড পরিমাণ অর্থ দেশের অর্থনীতিতে যোগ হয়েছে।

এই অর্জন কেবল অর্থনৈতিক প্রবৃদ্ধিতে সহায়ক নয়, দেশের ব্যাংকিং খাতের শক্তিরও প্রমাণ। তবে, কিছু ব্যাংক রেমিট্যান্স প্রাপ্তির দৌড়ে পিছিয়ে থাকলেও, অধিকাংশ ব্যাংকই অব্যাহতভাবে দেশের অর্থনৈতিক অগ্রগতিতে অবদান রাখছে।

দেশের ইতিহাসে রেমিট্যান্সের সর্বোচ্চ পরিমাণ পৌঁছেছে ডিসেম্বর মাসে, যেখানে ২৬৩ কোটি ৯০ লাখ ডলার প্রেরণ হয়েছিল। ২০২০ সালের করোনাকালীন সময়ে পাওয়া ২.৫৯ বিলিয়ন ডলার রেকর্ড ভেঙে এবার নতুন ইতিহাস সৃষ্টি হলো।

এখনও রেমিট্যান্স আসছে ব্যাপক পরিমাণে, যা দেশের অর্থনীতির শক্ত ভিত্তি হিসেবে কাজ করছে।

শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

আপনার মন্তব্য লিখুন:

অর্থ ও বাণিজ্য -এর সর্বশেষ