২৭ ফেব্রুয়ারি ২০২৫ বৃহস্পতিবার, ১০:৪৫ পিএম
ডেস্ক রিপোর্ট
শেয়ার বিজনেস24.কম
![]() |
দেশের বাজারে স্বর্ণের দাম ফের কমানো হয়েছে। মাত্র চার দিনের ব্যবধানে ভালো মানের ২২ ক্যারেট স্বর্ণের দাম প্রতি ভরিতে ২ হাজার ৪০৩ টাকা কমিয়ে নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৫০ হাজার ৯৬৭ টাকা।
বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবী সোনার (পাকা সোনা) দাম কমার কারণে এই নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে, যা আগামীকাল শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) থেকে কার্যকর হবে।
এর আগে, গত ২৪ ফেব্রুয়ারি স্বর্ণের দাম কমানো হয়েছিল ১ হাজার ১৫৫ টাকা। অর্থাৎ, মাত্র দুই দফায় স্বর্ণের দাম কমেছে ৩ হাজার ৫৫৮ টাকা। এর আগে জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসে আট দফায় স্বর্ণের দাম বাড়ানো হয়েছিল।
নতুন মূল্য তালিকা অনুযায়ী:
এদিকে, স্বর্ণের দাম কমলেও রুপার বাজারে কোনো পরিবর্তন আসেনি। ২২ ক্যারেট রুপার দাম প্রতি ভরি ২ হাজার ৫৭৮ টাকা, ২১ ক্যারেট ২ হাজার ৪৪৯ টাকা, ১৮ ক্যারেট ২ হাজার ১১১ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার দাম ১ হাজার ৫৮৬ টাকা নির্ধারিত রয়েছে।
বাজার বিশ্লেষকদের মতে, আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দামের ওঠানামার প্রভাব দেশের বাজারেও পড়ছে। তবে ভবিষ্যতে দাম আরও কমবে নাকি আবার বাড়বে, সেটি নির্ভর করছে বৈশ্বিক অর্থনৈতিক পরিস্থিতির ওপর।
শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।