০২ ফেব্রুয়ারি ২০২৫ রবিবার, ০৮:০২ পিএম
ডেস্ক রিপোর্ট
শেয়ার বিজনেস24.কম
![]() |
১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ১ হাজার ৪৫৯ টাকা থেকে ১৯ টাকা বাড়িয়ে ১ হাজার ৪৭৮ টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। প্রতি কেজি এলপিজির নতুন দাম ১২৩ টাকা ১৬ পয়সা।
বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) বিইআরসি কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। নতুন দাম কার্যকর হবে রবিবার (২ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টা থেকে।
শুধু ১২ কেজি নয়, ৫ কেজি, সাড়ে ১২ কেজি থেকে শুরু করে ৪৫ কেজি পর্যন্ত এলপিজি সিলিন্ডারের দাম বেড়েছে। বাসাবাড়িতে কেন্দ্রীয়ভাবে সরবরাহ করা রেটিকুলেটেড এলপিজির দাম কেজিপ্রতি নির্ধারণ হয়েছে ১১৯ টাকা ৪১ পয়সা।
অন্যদিকে, অটো গ্যাসের দাম লিটারপ্রতি ৮৯ পয়সা বাড়িয়ে ৬৭ টাকা ৭৪ পয়সা করা হয়েছে। তবে সরকারি এলপিজির দাম অপরিবর্তিত রয়েছে, যেখানে সাড়ে ১২ কেজির সিলিন্ডারের দাম ৬৯০ টাকা।
২০২৪ সালে এখন পর্যন্ত সাতবার বেড়েছে এলপিজি ও অটোগ্যাসের দাম, আর কমেছে মাত্র চারবার।
শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।