facebook twitter You Tube rss bangla fonts

ঢাকা, ১৯ সেপ্টেম্বর বৃহস্পতিবার, ২০২৪

marcelbd

ফের ৪ উইকেট নিয়ে সাকিবের ‌‌‌`৩৫০`


১২ সেপ্টেম্বর ২০২৪ বৃহস্পতিবার, ১০:০১  এএম

স্পোর্টস ডেস্ক

শেয়ার বিজনেস24.কম


ফের ৪ উইকেট নিয়ে সাকিবের ‌‌‌`৩৫০`

১৩ বছর পর ইংল্যান্ডের কাউন্টি চ্যাম্পিয়নশিপ খেলতে গিয়ে বল হাতে বাজিমাত করেই যাচ্ছেন সাকিব আল হাসান। যেখানে প্রথম ইনিংসে ৪ উইকেট নেওয়ার পর দ্বিতীয় ইনিংসেও ৪ উইকেট নিয়েছে। আছে ৫ উইকেটের সুযোগও। যেখানে দ্বিতীয় ইনিংসে ৪ উইকেট নেওয়ার পথে আবার প্রথম শ্রেণি ক্রিকেটে ৩৫০ উইকেটর মাইলফলকও স্পর্শ করেছেন এই অলরাউন্ডার।

বুধবার টনটনে কাউন্টি চ্যাম্পিয়নশিপ ‘ডিভিশন ওয়ান’ ম্যাচে সমারসেটের বিপক্ষে ১০৬তম ম্যাচে পূর্ণ হলো সাকিবের সাড়ে তিনশ উইকেট। যেখানে সারের হয়ে প্রথম দিন প্রথম ইনিংসে ৯৭ রানে ৪ উইকেট নেন তিনি। গতকাল ম্যাচের তৃতীয় দিন দ্বিতীয় ইনিংসে টানা ২৫ ওভারের স্পেলে ৮৩ রান দিয়ে তিনি ফের নিয়েছেন ৪ উইকেট। সমারসেট ৯ উইকেটে ১৯৪ রান নিয়ে শেষ দিনের ব্যাটিং শুরু করবে।

সাকিব দ্বিতীয় ইনিংসের পঞ্চম ওভারে প্রথম বল হাতে পান। দ্বিতীয় বলেই দারুণ এক ডেলিভারিতে সাবেক ইংলিশ অধিনায়ক মাইকেল ভনের ছেলে আর্চি ভনকে বোল্ড করে দেন তিনি। পরের ওভারে সারে আরেকটি সাফল্য পায় ক্যারিবিয়ান পেসার কেমার রোচের হাত ধরে।

এরপর সাকিব নিজের পঞ্চম ওভারে এলবিডব্লিউ করে ফেরান টম অ্যাবেলকে। তৃতীয় উইকেটের দেখা পান তিনি নিজের চতুর্দশ ওভারে, এবার এলবিডব্লিউ করেন লুইস গ্রেগরিকে। পরের ওভারেই রিউকে ফিরিয়ে ৩৫০ উইকেটের মাইলফলক ছুঁয়ে ফেলেন তিনি।

১৫৩ রানে ৯ উইকেট হারিয়ে ফেলে সমারসেট। এরপর সারের মাথাব্যথার কারণ হয়ে ওঠে শেষ উইকেট জুটি। প্রথম ইনিংসের সেঞ্চুরিয়ান টম ব্যান্টন চোটের কারণে এবার ব্যাটিংয়ে নামেন শেষ ব্যাটসম্যান হিসেবে। ঠিকমতো হাঁটতে না পারায় ‘রানার’ নিয়ে ব্যাটিং করছেন তিনি। দিনের শেষ ৮ ওভারে এই জুটি ভাঙতে পারেনি সারে। সাকিবের পাঁচ উইকেটের অপেক্ষাও তাই বেড়েছে।

প্রথম শ্রেণির ক্রিকেটে সবশেষ সাকিবের পাঁচ উইকেট নেওয়ার দুই বছর পেরিয়ে গেছে। ২০২২ সালের মে মাসে মিরপুরে শ্রীলংকার বিপক্ষে টেস্টে প্রথম ইনিংসে ৯৬ রানে ৫ উইকেট নিয়েছিলেন তিনি। এরপর ১৬ ইনিংসে আর এই স্বাদ পাননি।

শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

আপনার মন্তব্য লিখুন: