০৬ ফেব্রুয়ারি ২০২৫ বৃহস্পতিবার, ০৫:৩৮ পিএম
ডেস্ক রিপোর্ট
শেয়ার বিজনেস24.কম
![]() |
দীর্ঘ তিন বছর আড়ালে থাকার পর অবশেষে প্রকাশ্যে এলেন জনপ্রিয় চিত্রনায়িকা সাদিকা পারভীন পপি। সম্প্রতি পারিবারিক জমিজমা নিয়ে নানা বিতর্কের মুখে পড়েছেন তিনি। তার মা মরিয়ম বেগম মেরি ও ভাইবোনেরা পপির বিরুদ্ধে জমি দখলের অভিযোগ তুলেছেন। এতদিন চুপ থাকলেও এবার মুখ খুললেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত এই অভিনেত্রী।
সোমবার (তারিখ উল্লেখ করা হলে ভালো হয়) ফেসবুক লাইভে এসে এক আবেগঘন ভিডিও বার্তায় পপি জানান, পরিবারই তার সঙ্গে সবচেয়ে বড় অন্যায় করেছে। তিনি বলেন, "আমি একজন ব্যর্থ মানুষ। যাদের জন্য জীবন উজাড় করে দিলাম, তারাই আজ আমার শত্রু হয়ে গেছে। আমার ক্ষতি করতে চায়!"
লাইভে এসে পপি জানান, তার ব্যাংক অ্যাকাউন্ট, সহায়-সম্পত্তি সবকিছুই ছিল পরিবারের নিয়ন্ত্রণে। কিন্তু যখন তিনি আর কিছু দিতে পারেননি, তখনই পরিবার তার বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করে।
তিনি বলেন, "আমি ছিলাম আমার পরিবারের ডিম পাড়া হাঁস। আমার রোজগারের ওপরই সবাই নির্ভর করতো। কিন্তু যখন কিছু দিতে পারলাম না, তখনই তারা আমাকে শত্রু বানিয়ে ফেলল। আমাকে খুন করার চেষ্টা করা হয়েছিল, এমনকি একজন খুনিকে টাকা দিয়েও নিয়োগ করা হয়েছিল। আর এই ষড়যন্ত্রের পেছনে ছিল আমার আপন ভাই!"
পপি আরও জানান, ২০০৭ সালেই তিনি বুঝতে পারেন যে, তার পরিবার তার সঙ্গে বিশ্বাসঘাতকতা করছে। সে সময় অভিনেতা আলমগীর তার বাবা-মাকে বিষয়টি সমাধান করার পরামর্শও দিয়েছিলেন।
নায়িকা জানান, ১৯৯৫ সাল থেকেই তার বাবা কোনো আয় করতেন না, পুরো পরিবার চলত তার উপার্জিত অর্থে। মা, ভাই-বোন তো বটেই, দাদাবাড়ি ও নানাবাড়ির লোকজনকেও আর্থিকভাবে সহায়তা করেছেন তিনি। কিন্তু এতকিছুর পরও পরিবারের কাছ থেকে সম্মান পাননি, বরং প্রতারণার শিকার হয়েছেন।
জমি দখল ইস্যুতে পপি বলেন, "আমি আমার বাবার কাছ থেকে ৬ কাঠা জমি কিনেছি। এছাড়া আমার চাচা ও অন্যান্য শরিকদের কাছ থেকেও জমি কিনেছি আমার কষ্টার্জিত টাকা দিয়ে। অথচ সেই জমির দখল এখনো আমি পাইনি, পরিবারের অত্যাচারের কারণে!"
তিনি দাবি করেন, সম্পত্তির লোভেই তার পরিবারের সদস্যরা তার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছেন।
লাইভের শেষ মুহূর্তে সাংবাদিকদের উদ্দেশে পপি অনুরোধ করেন, তার ব্যাপারে গুজব না ছড়াতে। তিনি বলেন, "আমি চাই না মিডিয়া বিভ্রান্তিকর সংবাদ প্রকাশ করুক। আমি চাই সত্য প্রকাশ হোক।"
নিজের সম্পত্তি ফিরে পেতে ও পরিবারের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা দেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত এই অভিনেত্রী।
শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।