facebook twitter You Tube rss bangla fonts

ঢাকা, ২৮ মার্চ শুক্রবার, ২০২৫

Walton

বকেয়া আদায়ে এস আলম গ্রুপের সম্পত্তি নিলামে তুলছে ইসলামী ব্যাংক!


২৪ মার্চ ২০২৫ সোমবার, ১১:৩৫  এএম

ডেস্ক রিপোর্ট

শেয়ার বিজনেস24.কম


বকেয়া আদায়ে এস আলম গ্রুপের সম্পত্তি নিলামে তুলছে ইসলামী ব্যাংক!

এস আলম গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান ইনফিনিটি সিআর স্ট্রিপস ইন্ডাস্ট্রিজ লিমিটেডের বন্ধকি সম্পত্তি নিলামে বিক্রির ঘোষণা দিয়েছে ইসলামী ব্যাংক। প্রতিষ্ঠানটির ২,৭৩৮ কোটি টাকা বকেয়া ঋণ আদায়ে ব্যাংকটি ২০১.৭৫ শতক জমি (ভবন ও স্থাপনাসহ) নিলামে তুলছে, যা চট্টগ্রামে অবস্থিত।

২৭ এপ্রিলের মধ্যে আগ্রহী ক্রেতাদের বিডিং (দামের প্রস্তাব) জমা দিতে হবে।

কারখানা বন্ধের কারণ:

কাঁচামাল আমদানির জন্য প্রয়োজনীয় এলসি (ঋণপত্র) খুলতে না পারায় ইনফিনিটি সিআর স্ট্রিপস ইন্ডাস্ট্রিজের কারখানা বর্তমানে বন্ধ রয়েছে।

ব্যাংকের নিয়ন্ত্রণ হারালো এস আলম গ্রুপ:

২০১৯ সালে এস আলম গ্রুপ ইসলামী ব্যাংকের বোর্ডের নিয়ন্ত্রণ নেয় এবং পরে নামে-বেনামে প্রায় ৫০ হাজার কোটি টাকা ঋণ নেয়। তবে, আওয়ামী লীগ সরকারের পতনের পর ইসলামী ব্যাংকের বোর্ড ভেঙে দেওয়া হয়, ফলে এস আলম গ্রুপের কর্তৃত্বের অবসান ঘটে।

বর্তমানে এস আলম গ্রুপের কাছে ইসলামী ব্যাংকের ৮৩% শেয়ার রয়েছে, যা বাংলাদেশ ব্যাংকের নির্দেশে জব্দ করা হয়েছে।

এর আগে, জনতা ব্যাংকও এস আলম গ্রুপের বিভিন্ন সহযোগী প্রতিষ্ঠানের বন্ধকি সম্পত্তি বিক্রির জন্য নিলাম নোটিশ জারি করেছিল।

শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

আপনার মন্তব্য লিখুন:

বিশেষ প্রতিবেদন -এর সর্বশেষ