২৭ নভেম্বর ২০২৩ সোমবার, ০১:৪১ পিএম
বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক
শেয়ার বিজনেস24.কম
ইন্টারন্যাশনাল ইন্টারনেট গেটওয়ে বা আইআইজি অপারেটররা বকেয়া পরিশোধ শুরু করায় ফিরছে ইন্টারনেটের গতি। বাংলাদেশ সাবমেরিন কোম্পানি বলছে, ১৯টি প্রতিষ্ঠানের মধ্যে ১০টি বকেয়া পরিশোধ করেছে। ফলে এসব প্রতিষ্ঠানের ক্যাপিং করা প্রায় ২৯০ জিবিপিএস ব্যান্ডউইথ আপ করে দেয়া হয়েছে। বাকিদের অর্থ আদায়ে দেনদরবার চলছে।
ইন্টারনেট ট্রাফিকের জন্য আন্তর্জাতিক গেটওয়ে হিসাবে কাজ করছে ৩৪টি আইআইজি প্রতিষ্ঠান। বিশ্বের সঙ্গে তথ্যের প্রবাহ এই গেটওয়ে দিয়ে সম্পন্ন হয়। এই ৩৪টি প্রতিষ্ঠান চাহিদার প্রায় ৫০ শতাংশ ব্যান্ডইউথ নেয় বাংলাদেশ সাবমেরিন কেবল কোম্পানি-বিএসসিপিএলসি থেকে।
সংশ্লিষ্টরা বলছেন, বিএসসিপিএলসিতে এক মাসের ব্যান্ডউইথ বিল বকেয়া রাখা যায়। তবে করোনার পর থেকে ৯টি আইআইজি অপারেটরের ১৮১ কোটি টাকাসহ ১৯টি প্রতিষ্ঠানের বকেয়ার পরিমাণ দাঁড়িয়েছে ৩৭৯ কোটি টাকা। যা আদায়ে প্রতিষ্ঠানগুলোর ব্যান্ডউইথ সীমিত করে বিএসসিপিএলসি।
তবে বাংলাদেশ সাবমেরিন ক্যাবল কোম্পানি লিমিটেডের সূত্রে জানা গেছে, রোববার পর্যন্ত বকেয়া পরিশোধ করেছে ১০টি প্রতিষ্ঠান। সেগুলো হচ্ছে, নডোকম লিমিটেড, রুটস কমিউনিকেশন, বিডি হাব, ডেলটা ইনফো কম, এক্সবাইট, লেভেল থ্রি, ফাইবার অ্যাট গ্লোবল, উইনস্ট্রিম, আর্থ কমিউনিকেশন এবং এডিএন টেলিকম। ফলে ক্যাপিং থাকা ৫৭২ জিবিপিএসের মধ্যে আপ হয়েছে ২৯০ জিবিপিএস ব্যান্ডউইথ।
এ বিষয়ে আইআইজি অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (আইআইজিএবি) মহাসচিব আহমেদ জুনায়েদ বলেন, ইন্টারনেটের গতি এখন মোটামুটি স্বাভাবিক রয়েছে। হয়তো কিছু কিছু আইএসপি ৫ শতাংশ বা ১০ শতাংশের মতো কোয়ালিটি কন্ডিশন পাবে। কিন্তু মোবাইল অপারেটরের দিকে থেকে কোনো সমস্যা থাকার কথা না।
এদিকে আমরা টেকনোলজিস, প্রিরেক্স নেটওয়ার্ক, ম্যাক্স হাব ও আই-টেল এই চার প্রতিষ্ঠানের বকেয়া প্রায় ১১৫ কোটি ৭১ লাখ টাকা। যা প্রতিষ্ঠানগুলো পরিশোধ করেনি। আমরা টেকনোলজিস ও প্রিরেক্স নেটওয়ার্ক এই দুই প্রতিষ্ঠানের ক্যাপিং করা ব্যান্ডউইথের পরিমাণ ১২০ জিবিপিএস। তাদের থেকে অর্থ আদায়ে চেষ্টা চালানোর কথা জানিয়েছে বাংলাদেশ সাবমেরিন কেবল কোম্পানি।
এ প্রসঙ্গে বিএসসিপিএলসির ব্যবস্থাপনা পরিচালক মির্জা কামাল আহম্মদ বলেন, আমরা টেকনোলজিসের কাছে আমাদের দীর্ঘ দিনের বকেয়া রয়েছে। যার আকার প্রায় ৬০ কোটি টাকা। একই সঙ্গে প্রিরেক্স নেটওয়ার্কের কাছে আমাদের বকেয়া ৩০ কোটি টাকা। আমরা তাদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছি। কিন্তু এখন পর্যন্ত তেমন একটা সাড়া দিচ্ছে না। প্রসঙ্গত, বর্তমানে দেশে মোবাইল ও ব্রডব্যান্ড মিলিয়ে দৈনিক প্রায় ৫ হাজার জিবিপিএস ব্যান্ডউইথ ব্যবহৃত হয়।
শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।