facebook twitter You Tube rss bangla fonts

ঢাকা, ১২ মার্চ বুধবার, ২০২৫

Walton

বকেয়া বেতনের দাবিতে টঙ্গীতে উত্তাল শ্রমিক আন্দোলন, মহাসড়ক অবরোধ


১১ মার্চ ২০২৫ মঙ্গলবার, ১২:৪১  পিএম

স্টাফ রিপোর্টার

শেয়ার বিজনেস24.কম


বকেয়া বেতনের দাবিতে টঙ্গীতে উত্তাল শ্রমিক আন্দোলন, মহাসড়ক অবরোধ

গাজীপুরের টঙ্গীর হোসেন মার্কেটে বিএইচআইএস কারখানার শ্রমিকরা দুই মাসের বকেয়া বেতনের দাবিতে মঙ্গলবার সকালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেন। ফলে মহাসড়কের দুই পাশে যান চলাচল বন্ধ হয়ে যায়, সৃষ্টি হয় তীব্র যানজট।

শ্রমিকদের বিক্ষোভে থমকে যায় মহাসড়ক

গাজীপুর শিল্প পুলিশের সহকারী পুলিশ সুপার মোহাম্মদ ওয়াহিদুজ্জামান জানান, সকাল ৯টার দিকে শ্রমিকরা বকেয়া বেতনের দাবিতে মহাসড়কে অবস্থান নেন, যার ফলে যান চলাচল পুরোপুরি বন্ধ হয়ে যায়। শ্রমিকদের অভিযোগ, দুই মাস ধরে বেতন না পাওয়ায় তারা চরম দুর্ভোগে পড়েছেন, অথচ কারখানা কর্তৃপক্ষ তাদের ন্যায্য পাওনা পরিশোধে গড়িমসি করছে।

কারখানা কর্তৃপক্ষের সিদ্ধান্ত: অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা

এদিকে, শ্রমিকদের ‘উচ্ছৃঙ্খল আচরণে’র অভিযোগ তুলে কারখানা কর্তৃপক্ষ অনির্দিষ্টকালের জন্য প্রতিষ্ঠানটি বন্ধ ঘোষণা করেছে। কারখানার নোটিশে বলা হয়েছে, ১০ মার্চ সকালে শ্রমিকরা নিয়মবহির্ভূতভাবে কাজ বন্ধ করে উচ্ছৃঙ্খল আচরণ করেন। কর্তৃপক্ষের বারবার অনুরোধ সত্ত্বেও তারা কাজে যোগ দেননি, যা শ্রম আইনের পরিপন্থী। ফলে কারখানার নিরাপত্তা বিবেচনায় ১১ মার্চ থেকে প্রতিষ্ঠানটি অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়।

শ্রমিক অসন্তোষের প্রভাব

এই আন্দোলনের ফলে শুধু শিল্পাঞ্চলে নয়, আশপাশের এলাকায়ও ব্যাপক অস্থিরতা ছড়িয়ে পড়েছে। যান চলাচল ব্যাহত হওয়ায় সাধারণ মানুষও ভোগান্তিতে পড়েন। শ্রমিকরা তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন।

এই উত্তপ্ত পরিস্থিতিতে শ্রমিকদের পাওনা পরিশোধ ও কারখানা পুনরায় চালু করার বিষয়ে প্রশাসন ও কারখানা কর্তৃপক্ষের দ্রুত উদ্যোগ নেওয়া জরুরি বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

আপনার মন্তব্য লিখুন: