২৮ জুন ২০২৪ শুক্রবার, ০৫:৪৫ পিএম
বিনোদন ডেস্ক
শেয়ার বিজনেস24.কম
নাগ অশ্বিন পরিচালিত বহুল প্রতীক্ষিত তেলেগু সিনেমা ‘কল্কি ২৮৯৮ এডি’। সিনেমাটিতে দ্বৈত চরিত্রে অভিনয় করেছেন দক্ষিণী সিনেমার তারকা অভিনেতা প্রভাস। তা ছাড়া আরো কয়েকটি প্রধান চরিত্রে অভিনয় করেছেন— অমিতাভ বচ্চন, কমল হাসান, দীপিকা পাড়ুকোন।
করোনা সংকটসহ নানা কারণে পিছিয়েছে ৬০০ কোটি রুপি বাজেটের এ সিনেমার মুক্তি। সব বাধা পেরিয়ে গতকাল (২৭ জুন) বিশ্বের ৫ হাজার ৬০০ পর্দায় মুক্তি পেয়েছে সিনেমাটি। মুক্তির পর বক্স অফিসে ঝড় তুলেছে এটি। প্রথম দিনে বিশ্বব্যাপী আয় করেছে ১৮০ কোটি রুপি। বাংলাদেশি মুদ্রায় ২৫৩ কোটি ৫৪ লাখ টাকার বেশি। কিন্তু এ সিনেমার জন্য কে কত টাকা পারিশ্রমিক নিয়েছেন?
ফাইন্যান্সিয়াল এক্সপ্রেসের তথ্য অনুসারে, এ সিনেমায় ‘ভৈরব’ ও ‘কর্ন’ চরিত্রে অভিনয় করেছেন প্রভাস। এ দুটো চরিত্র রূপায়ন করতে ৮০ কোটি রুপি (বাংলাদেশি মুদ্রায় ১১২ কোটি ৭৮ লাখ টাকার বেশি) পারিশ্রমিক নিয়েছেন তিনি। এ সিনেমার মাধ্যমে তেলেগু ফিল্ম ইন্ডাস্ট্রিতে অভিষেক হলো দীপিকা পাড়ুকোনের। তার চরিত্রের নাম সুমাথি। চরিত্রটির জন্য দীপিকা নিয়েছেন ২০ কোটি রুপি (বাংলাদেশি মুদ্রায় ২৮ কোটি ১৯ লাখ টাকার বেশি)।
এ সিনেমায় অমিতাভ বচ্চন অভিনয় করেছেন ‘অশ্বত্থমা’ চরিত্রে। তিনি পারিশ্রমিক নিয়েছেন ২০ কোটি রুপি। কমল হাসানের চরিত্রের নাম সুপ্রিম ইয়াসকিন। তিনিও পারিশ্রমিক নিয়েছেন ২০ কোটি রুপি। রক্সি চরিত্রে অভিনয় করেছেন বলিউড অভিনেত্রী দিশা পাটানি। তাকে দিতে হয়েছে ২ কোটি রুপি।
হিন্দি ও তেলেগু ভাষায় মুক্তি পেয়েছে ‘কল্কি ২৮৯৮ এডি’ সিনেমা। পাশাপাশি তামিল, মালায়ালাম, কন্নড়, ইংরেজি ভাষায় ডাবিং করে মুক্তি দেওয়া হয়েছে এটি। তারকা বহুল এ সিনেমায় আরো অভিনয় করেছেন— ব্রহ্মানন্দম, কীর্তি সুরেশ, রাজেন্দ্র প্রসাদ প্রমুখ। সিনেমাটির ক্যামিও চরিত্রে অভিনয় করেছেন একঝাঁক তারকা। এ তালিকায় রয়েছেন— দক্ষিণের প্রখ্যাত নির্মাতা এস এস রাজামৌলি, বিজয় দেবরকোন্ডা, ম্রুণাল ঠাকুর, দুলকার সালমান, রাম গোপাল ভার্মা, মালবিকা প্রমুখ।
শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।