facebook twitter You Tube rss bangla fonts

ঢাকা, ২২ এপ্রিল মঙ্গলবার, ২০২৫

Walton

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে নতুন ৬ বিভাগ


০১ অক্টোবর ২০১৬ শনিবার, ১০:০১  পিএম

শেয়ার বিজনেস24.কম


বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে নতুন ৬ বিভাগ

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) আরো ৬টি নতুন বিভাগ ও ১টি অনুষদের অনুমোদন দিয়েছে বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট। শনিবার বিশ্ববিদ্যালয়ের ৬৩তম সিন্ডিকেট সভায় একাডেমিক কাউন্সিলের সুপারিশের ভিত্তিতে এ অনুমোদন দেয়া হয়।

বিভাগগুলো হলো- রেসপিরেটরি মেডিসিন, পেডিয়াট্রিক নিউরোলজি, প্যালিয়েটিভ কেয়ার মেডিসিন, প্যাডিয়াট্রিক কার্ডিওলজি, পেডোডনটিকস বিভাগ এবং মেডিসিন এডুকেশন অ্যান্ড বায়ো স্ট্যাটিসটিকস। এছাড়া শিশু বিভাগগুলো নিয়ে চালু হচ্ছে শিশু অনুষদ।

সভায় সভাপতিত্ব করেন বিএসএমএমইউ ভিসি অধ্যাপক ডা. কামরুমল হাসান খান। সিন্ডিকেট সদস্য ও এমপি ডা. মো. রুস্তম আলী ফরাজী, অতিরিক্ত সচিব বিমান কুমার সাহা এনডিসি, বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ)’র সভাপতি অধ্যাপক ডা. মাহমুদ হাসান, বিসিপিএস’র সভাপতি অধ্যাপক ডা. মো. সানাওয়ার হোসেন, বিএমডিসি’র সভাপতি অধ্যাপক ডা. মোহাম্মদ সহিদুল্লা, অধ্যাপক কাজী শহীদুল আলম, অধ্যাপক মো. নজরুল ইসলাম, প্রো-ভিসি (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মো. শহীদুল্লাহ সিকদার, প্রো-ভিসি (প্রশাসন) অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ, প্রো-ভিসি (শিক্ষা) অধ্যাপক ডা. এ এস এম জাকারিয়া (স্বপন), কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. মো. আলী আসগর মোড়ল, বিশ্ববিদ্যালয়ের বেসিক সাইন্স ও প্যারা ক্লিনিক্যাল সাইন্স অনুষদের ডিন অধ্যাপক এম ইকবাল আর্সলান, মেডিসিন অনুষদের ডীন অধ্যাপক ডা. এবিএম আব্দুল্লাহ, ঢাকা মেডিক্যাল কলেজ ও হাসপাতালের অধ্যক্ষ অধ্যাপক ডা. মো. ইসমাইল খান, বিএসএমএমইউ’র রেজিস্ট্রার অধ্যাপক ডা. এবিএম আব্দুল হান্নান, কার্ডিওলজি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. মো. হারিসুল হক প্রমুখ।

এছাড়াও আমন্ত্রণক্রমে অত্র বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ডা. মো. হাবিবুর রহমান দুলাল, পরিচালক (অর্থ ও হিসাব) মো. ছিদ্দিকুর রহমান ভূঁঞা, পরিচালক (হাসপাতাল) ব্রিগেডিয়ার জেনারেল ডা. মো. আব্দুল্লাহ আল হারুন, পরিচালক (এইচআরএম) ডা. মো. জামাল উদ্দিন খলিফা প্রমুখ উপস্থিত ছিলেন।

শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

আপনার মন্তব্য লিখুন:

স্বাস্থ্য -এর সর্বশেষ