১৭ মার্চ ২০২৪ রবিবার, ০১:৫০ পিএম
ডেস্ক রিপোর্ট
শেয়ার বিজনেস24.কম
![]() |
১৭ মার্চ নানা আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী এবং জাতীয় শিশু দিবস উদযাপন করে বাংলাদেশ হাউজ বিল্ডিং ফাইনান্স কর্পোরেশন (বিএইচবিএফসি)।
দিনের শুরুতে সূর্যোদয়কালীন প্রতিষ্ঠানের প্রতিটি কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিবসের কর্মসূচি শুরু হয়। এরপর সদর দফতরস্থ বঙ্গবন্ধু প্যাভিলিয়ন ও ধানমন্ডি ৩২ নম্বরে অবস্থিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করা হয়।
প্রতিষ্ঠানের বিপুল সখ্যক কর্মকর্তা-কর্মচারীর উপস্থিতিতে ধানমন্ডিতে শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানে নেতৃত্ব প্রদান করেন ব্যবস্থাপনা পরিচালক মোঃ আব্দুল মান্নান।
বিএইচবিএফসি`র উপব্যবস্থাপনা পরিচালক অরুণ কুমার চৌধুরীসহ ঊর্ধ্বতন নির্বাহীরা এ সময় উপস্থিত ছিলেন।
শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।