facebook twitter You Tube rss bangla fonts

ঢাকা, ০৮ সেপ্টেম্বর রবিবার, ২০২৪

marcelbd

বছরে ব্যাংকে নারী কর্মী বেড়েছে ১৪০৭ জন


০৫ মার্চ ২০২৪ মঙ্গলবার, ০৮:০৩  এএম

স্টাফ রিপোর্টার

শেয়ার বিজনেস24.কম


বছরে ব্যাংকে নারী কর্মী বেড়েছে ১৪০৭ জন

ব্যাংকের চাকরিতে আগ্রহ বাড়ছে নারীদের। ফলে পুরুষের সঙ্গে পাল্লা দিয়ে নারীদের অংশগ্রহণও বাড়ছে। বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে, ২০২৩ সালে ব্যাংক খাতে নারীকর্মী বেড়েছে ১ হাজার ৪০৭ জন।

বর্তমানে ব্যাংক খাতে মোট জনবলের প্রায় সাড়ে ১৬ শতাংশই নারী। এক সময় এই হার শতাংশেরও নিচে ছিল। দেশীয় ব্যাংকগুলোর তুলনায় বিদেশি ব্যাংকে নারীকর্মীর হার বেশি। ব্যাংক খাতের ওপর বাংলাদেশ ব্যাংকের লিঙ্গসমতা বিষয়ক প্রতিবেদনে এমন তথ্য উঠে এসেছে। গতকাল বাংলাদেশ ব্যাংকের নিজস্ব ওয়েবসাইটে ওই প্রতিবেদন প্রকাশ করা হয়েছে।

খাতসংশ্লিষ্টরা বলছেন, সব ব্যাংকে এখন ছয় মাস মাতৃত্বকালীন ছুটি কার্যকর হয়েছে। আবার এই ছুটির কারণে কাউকে পদোন্নতিবঞ্চিত না করারও নির্দেশনা রয়েছে কেন্দ্রীয় ব্যাংকের। ফলে ব্যাংকে নারীকর্মীর সংখ্যা দিন দিন বাড়ছে।

বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদনে দেখা যায়, গত বছর শেষে ব্যাংক খাতে মোট কর্মীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২ লাখ ৩ হাজার ৬৯৬ জন। এর মধ্যে নারীকর্মীর সংখ্যা ৩৩ হাজার ৩৪৬ জন, যা মোট জনবলের ১৬ দশমিক ৩৭ শতাংশ। এক বছর আগে ২০২২ সালের ডিসেম্বর পর্যন্ত ব্যাংক খাতে মোট কর্মী ছিল ১ লাখ ৯৬ হাজার ১০২। এর মধ্যে নারীকর্মী ছিলেন ৩১ হাজার ৯৩৯ জন। অর্থাৎ ওই বছর শেষে ব্যাংক খাতের মোট কর্মীর ১৬ দশমিক ২৯ শতাংশ ছিল নারী। তার আগের বছর নারী

কর্মীর হার ছিল আরও কম, ১৬ দশমিক ০৩ শতাংশ।

বর্তমানে বিদেশি খাতের ব্যাংকে নারীকর্মীদের অংশগ্রহণের হার সবচেয়ে বেশি। তবে সংখ্যার দিক থেকে সবচেয়ে বেশি নারী কাজ করছে বেসরকারি খাতের ব্যাংকেই। প্রতিবেদনে দেখা যায়, গত ডিসেম্বর পর্যন্ত সর্বোচ্চ ২২ হাজার ২৪৮ জন নারী কাজ করছেন বেসরকারি খাতের ব্যাংকগুলোতে। তবে পুরুষের অনুপাতে বেসরকারি খাতে নারীদের অংশগ্রহণের হার ১৬ দশমিক ৩২ শতাংশ। তবে বিদেশি খাতের ব্যাংকে মাত্র ৯৮১ জন নারী কাজ করলেও পুরুষের অনুপাতে এই হার সর্বোচ্চ ২৪ দশমিক ১৮ শতাংশ। এ ছাড়া রাষ্ট্রমালিকানাধীন ব্যাংকগুলোতে ১৬ দশমিক ৩১ শতাংশ এবং বিশেষায়িত ব্যাংকগুলোতে ১৪ দশমিক ৬৬ শতাংশ নারী কাজ করছেন।

ব্যাংক খাতে এখনো নেতৃত্ব পর্যায়ে নারীদের অংশগ্রহণ সবচেয়ে কম। তবে প্রারম্ভিক বা সূচনা পর্যায়ে অংশগ্রহণের হার সর্বোচ্চ। প্রতিবেদনে দেখা যায়, গত ডিসেম্বর পর্যন্ত প্রারম্ভিক পর্যায়ে কর্মরত নারীদের হার দাঁড়িয়েছে ১৬ দশমিক ৪৩ শতাংশ। মধ্যবর্তী পর্যায়ে নারীকর্মী রয়েছেন ১৬ শতাংশ। উচ্চপর্যায়ে এই হার মাত্র ৯ দশমিক ৩৭ শতাংশ। এ ছাড়া ব্যাংকের বোর্ডে নারীদের অংশগ্রহণ ১৩ দশমিক ৫২ শতাংশ।

শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

আপনার মন্তব্য লিখুন: