২৪ আগস্ট ২০২৪ শনিবার, ১০:৩৯ এএম
ডেস্ক রিপোর্ট
শেয়ার বিজনেস24.কম
চট্টগ্রাম ও সিলেট বিভাগের অন্তত আট জেলা ভয়াবহ বন্যায় প্লাবিত হয়েছে। বিস্তীর্ণ এলাকার জমিজমা, গ্রাম ও সড়ক প্লাবিত হয়েছে।
পাহাড়ি ঢল ও ভারি বৃষ্টিতে আকস্মিক বন্যায় মানবেতর জীবনযাপন করছে মানুষ। তাদের জানমালসহ ফসল ও সম্পদের ব্যাপক ক্ষতি হচ্ছে। ক্ষতিগ্রস্ত এসব মানুষের পাশে দাঁড়াতে ব্যবসায়ী সমাজের প্রতি আহ্বান জানিয়েছে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই।
বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে এ আহ্বান জানান সংগঠনের সভাপতি মাহবুবুল আলম।
বিজ্ঞপ্তিতে বলা হয়, পানিবন্দি অসহায় ও দরিদ্র মানুষের সহায়তায় এগিয়ে আসার জন্য সব চেম্বার, অ্যাসোসিয়েশনসহ ব্যবসায়ী নেতাদের যার যার জায়গা থেকে সহায়তার হাত বাড়িয়ে দেয়ার জন্য অনুরোধ করা হলো।
শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।