facebook twitter You Tube rss bangla fonts

ঢাকা, ২১ ডিসেম্বর শনিবার, ২০২৪

Walton

বসুন্ধরা সিটিতে ফিরেছে প্রাণ চঞ্চলতা


০৩ সেপ্টেম্বর ২০১৬ শনিবার, ০৯:৫৮  পিএম

শেয়ার বিজনেস24.কম


বসুন্ধরা সিটিতে ফিরেছে প্রাণ চঞ্চলতা

রাজধানীর বসুন্ধারা সিটি শপিং মলে প্রাণ চঞ্চল্যতা ফিরে এসেছে। ঈদের কেটাকাটা শুরু হওয়ার কারণে জমে উঠেছে শপিং মল। এর আগে অগ্নিকাণ্ডের কারণে টানা দশদিন বন্ধ থাকে শপিং মলটি। তবে গত বুধবার শপিং মলটি খুলে দেয়া হয়।

শনিরার বসুন্ধরা সিটিতে দেখা যায়, দুপুরে লাইন ধরে দর্শনার্থীরা শপিং মলে প্রবেশ করছে। নিরাপত্তার কারণে সবাইকে তল্লাশি করে প্রবেশ করাচ্ছে নিরাপত্তা কর্মীরা। ঈদ উপলক্ষ্যে অনেকে এসেছেন কেনাকাটা করতে।আবার ছুটির দিন উপলক্ষ্যে অনেকে এসেছেন সময় কাটাতে।

ধানমন্ডি থেকে শাহিদুর রহমান এসেছেন বাচ্চা নিয়ে। তিনি বলেন, এবারের ঈদে নিজে কিছু কিনবো না। তবে বাচ্চাদের জন্য কেনাকাটা করতেই হয়। বসুন্ধরা খুলেছে, শুনেই আসলাম।

ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জানা গেছে, ১০ দিন বন্ধ থাকায় ব্যবসায়ীক দিক থেকে তারা কিছুটা ক্ষতির সম্মুখিন হয়েছেন। তবে শপিং মল আস্তে আস্তে জমে উঠছে। তাই ব্যবসায়ীদের আশা ঈদের বিকিকিনিতে সেই ক্ষতি কিছুটা পুষিয়ে নিতে পারবে।

অন্যদিকে শপিং মলের ৬ তলায় ব্যাপকভাবে চলছে সংস্কার কাজ। সি ব্লকের প্রায় ৯০টি দোকান একেবারে পুড়ে গেছে। শ্রমিকরা এসব দোকান সংস্কার করছেন।

এ বিষয়ে নির্মাণ শ্রমিক মমিন জানান, পুড়ে যাওয়া দোকান সংস্কারে বসুন্ধরা গ্রুপ চার মাস সময় নিয়েছে। এর মধ্যে সব কাজ শেষ করে ফেলা সম্ভব। দু এক দিনের মধ্যে ব্লক –বি খুলে দেয়া হবে। সে হিসাবেই কাজ চলছে।

উল্লেখ, গত ২১ আগস্ট শপিং মলের ষষ্ঠ তলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। সেই দিন থেকে বন্ধ রাখা হয় বসুন্ধরা।

শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

আপনার মন্তব্য লিখুন: