০৬ ডিসেম্বর ২০২৪ শুক্রবার, ১২:৩৩ পিএম
ডেস্ক রিপোর্ট
শেয়ার বিজনেস24.কম
বিজয়ের মাসের ঘটনাপ্রবাহ নিয়ে ক্ষোভ
ড. শফিকুল বলেন, “ফ্যাসিস্ট সরকার বিজয়ের মাসকে কলঙ্কিত করেছিল। হিন্দু সম্প্রদায়কে ব্যবহার করে ষড়যন্ত্র করলেও তা ব্যর্থ হয়েছে। পতিত ফ্যাসিস্ট শক্তি আর কখনো সফল হবে না।”
ষড়যন্ত্রের অভিযোগ ও প্রতিরোধের বার্তা
তিনি অভিযোগ করেন, "প্রতিবেশী রাষ্ট্রের ইঙ্গিতে দলীয় নেতা সাঈদী ও নিজামীকে হত্যা করা হয়েছে। চট্টগ্রামের রক্ত বৃথা যাবে না।" এ ষড়যন্ত্রের ফলে রাজনৈতিক বিভাজন কমে গিয়ে সব দল আরও বেশি ঐক্যবদ্ধ হয়েছে বলেও দাবি করেন তিনি।
ড. শফিকুল ইসলাম মাসুদ স্পষ্টভাবে জানান, দেশের অস্থিরতা তৈরি করলে কেউই নিরাপদে থাকতে পারবে না।
এই সম্মেলনে জামায়াত নেতারা দেশের চলমান পরিস্থিতি নিয়ে তাদের অবস্থান তুলে ধরে জাতীয় ঐক্যের ডাক দিয়েছেন এবং আগামী দিনে আরও সক্রিয় ভূমিকা পালনের অঙ্গীকার করেছেন।
(দ্রষ্টব্য: বক্তব্য ও মতামত সংশ্লিষ্ট বক্তার ব্যক্তিগত। এ প্রতিবেদনে তা যথাযথভাবে তুলে ধরা হয়েছে।)
শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।