১২ মার্চ ২০২৪ মঙ্গলবার, ০৪:১৬ পিএম
স্পোর্টস ডেস্ক
শেয়ার বিজনেস24.কম
বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজের জন্য ১৬ সদস্যের দল ঘোষণা করেছে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড। মঙ্গলবার (১২ মার্চ) এক বিবৃতিতে এই দল প্রকাশ করে শ্রীলঙ্কা। বরাবরের মতোই এই সিরিজে নেতৃত্ব দেবেন কুশল মেন্ডিস।
শ্রীলঙ্কা স্কোয়াড- কুশল মেন্ডিস (অধিনায়ক), চারিথ আসালঙ্কা, পাথুম নিশাঙ্কা, আভিশকা ফার্নান্দো, সাদিরা সামাবিক্রমা, জানিথ, লিয়ানাগে, কামিন্দু মেন্ডিস, সাহান আরাসিগে, ওয়ানিন্দু হাসারাঙ্গা, মাহিশ থিকশানা, দুনিথ ওয়েলাগে, আকিলা ধনঞ্জয়া, চামিকা করুনারত্নে, দিলশান মাদুশাঙ্কা, প্রমোদ মাদুশান, লাহিরু কুমারা।
শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।