facebook twitter You Tube rss bangla fonts

ঢাকা, ২১ ডিসেম্বর শনিবার, ২০২৪

Walton

বাংলাদেশকে ধবলধোলাইয়ের মিশনে ওয়েস্ট ইন্ডিজ


১১ ডিসেম্বর ২০২৪ বুধবার, ১০:৩৫  এএম

ডেস্ক রিপোর্ট

শেয়ার বিজনেস24.কম


বাংলাদেশকে ধবলধোলাইয়ের মিশনে ওয়েস্ট ইন্ডিজ

দুই বছর আগে প্রভিডেন্সে বাংলাদেশের কাছে ওয়ানডে সিরিজে ধবলধোলাই হওয়ার স্মৃতি এখনো পোড়াচ্ছে ওয়েস্ট ইন্ডিজকে। সেই ক্ষত মুছে ফেলার লক্ষ্যেই এবার সিরিজে বাংলাদেশকে হোয়াইটওয়াশ করার মিশনে নেমেছে ক্যারিবিয়ানরা।

সেন্ট কিটসে প্রথম ম্যাচে ৫ উইকেটের জয় ও দ্বিতীয় ম্যাচে ৭ উইকেটের দাপুটে জয়ের পর সিরিজ জিতে ফেলেছে ওয়েস্ট ইন্ডিজ। তবে তাদের চোখ এখন আরও বড় পুরস্কারে—৩-০ ব্যবধানে সিরিজ জয়। বাংলাদেশের জন্য শেষ ম্যাচটি যেখানে হোয়াইটওয়াশ এড়ানোর লড়াই, সেখানে ক্যারিবিয়ানদের জন্য সুযোগ দুই বছর আগের হিসাব চুকিয়ে দেওয়ার।

ওয়ার্নার পার্কে দ্বিতীয় ম্যাচ শেষে পুরস্কার বিতরণীতে ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক শাই হোপ বলেন, ‘খুব ভালো লাগছে। আমরা সব সময় নিজেদের পারফরম্যান্স বিশ্লেষণ করি। খেলোয়াড়দের কাছ থেকে যা চেয়েছিলাম, তারা সেটাই দিতে পেরেছে। তবে উন্নতির জায়গা আছে। আমরা সিরিজ জিতেছি, এবার লক্ষ্য ৩-০।’

গত ম্যাচে ব্যাটিংয়ে ধুঁকতে থাকা বাংলাদেশ ২২৭ রান সংগ্রহ করে। প্রথম পাওয়ার প্লেতেই হারায় ৩ উইকেট। মাহমুদউল্লাহ ও তানজিম সাকিবের ৮ম উইকেট জুটিতে ৯২ রান না হলে স্কোরটা আরও খারাপ হতে পারত। ক্যারিবিয়ান পেসার সিলস ৪ উইকেট নিয়ে বাংলাদেশের ব্যাটিং লাইনআপ গুঁড়িয়ে দেন।

আইসিসি র‌্যাঙ্কিংয়ে উন্নতির জন্যও গুরুত্বপূর্ণ এই সিরিজ। ওয়েস্ট ইন্ডিজ বর্তমানে দশম স্থানে, আর বাংলাদেশ নবম। শাই হোপের লক্ষ্য ওয়ানডে বিশ্বকাপের মূল পর্বে সরাসরি খেলার টিকিট নিশ্চিত করতে বাকি ম্যাচগুলো থেকে মূল্যবান পয়েন্ট তুলে র‌্যাঙ্কিংয়ে ওপরে ওঠা।

আগামী ম্যাচে বাংলাদেশের সামনে ধবলধোলাই এড়ানোর কঠিন চ্যালেঞ্জ, আর ওয়েস্ট ইন্ডিজের সামনে সুযোগ দুই বছর আগের জ্বালা মেটানোর।

শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

আপনার মন্তব্য লিখুন:

খেলার জগৎ -এর সর্বশেষ