facebook twitter You Tube rss bangla fonts

ঢাকা, ১২ জানুয়ারি রবিবার, ২০২৫

Walton

বাংলাদেশিদের ভিসা নিষেধাজ্ঞা তুলে নিল ওমান


১৩ জুন ২০২৪ বৃহস্পতিবার, ১০:০৩  এএম

স্টাফ রিপোর্টার

শেয়ার বিজনেস24.কম


বাংলাদেশিদের ভিসা নিষেধাজ্ঞা তুলে নিল ওমান

মধ্যপ্রাচ্যের দেশ ওমানে বাংলাদেশের ১০ শ্রেণির নাগরিকের ভ্রমণের ক্ষেত্রে ভিসা নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়েছে। ঢাকায় অবস্থিত ওমান দূতাবাস থেকে পররাষ্ট্র মন্ত্রণালয়কে এক কূটনৈতিক পত্রের মাধ্যমে বিষয়টি জানানো হয়েছে।

যে ১০ শ্রেণির ভিসার নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়েছে সেগুলো হলো— সরকারি সফর, পারিবারিক সফর, উপসাগরীয় দেশগুলোয় বসবাসকারীদের ভ্রমণ, প্রকৌশলী, চিকিৎসক, নার্স, শিক্ষক, হিসাবরক্ষক, বিনিয়োগকারী ও উচ্চ আয়ের পর্যটকদের ক্ষেত্রে। ঢাকায় ওমান দূতাবাস এখন থেকে এই ১০ শ্রেণির ভ্রমণকারীদের ভিসার আবেদন গ্রহণ করবে। বুধবার (১২ জুন) পররাষ্ট্র মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

এদিকে ঢাকাস্থ ওমান দূতাবাসের পক্ষ থেকে জানানো হয়েছে, ওমানে বাংলাদেশের কর্মীদের যাওয়ার জন্য ভিসা নিষেধাজ্ঞা তুলে দেওয়ার বিষয়েও আলোচনা চলছে। গত বছরের অক্টোবরে বাংলাদেশিদের জন্য সব ধরনের ভিসার ওপর নিষেধাজ্ঞা আরোপ করে ওমান পুলিশ।

শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

আপনার মন্তব্য লিখুন: