০১ ডিসেম্বর ২০১৬ বৃহস্পতিবার, ০৪:৫৩ পিএম
শেয়ার বিজনেস24.কম
বাংলাদেশিদের জন্য ৬ মাস ও এক বছরের জন্য দীর্ঘমেয়াদি ভিসা দেওয়ার উদ্যোগ নিচ্ছে ভারতীয় দূতাবাস। এক্ষেত্রে ছাত্র ও ৬৫ বছরের বেশি বয়সীরা অগ্রাধিকার পাবেন।
বৃহস্পতিবার ঢাকা-কলকাতা বিমান পরিষেবার উদ্বোধী অনুষ্ঠানে একথা বলেন ভারতীয় রাষ্ট্রদূত হর্ষবর্ধন শ্রিংলা। তিনি বলেন, বাংলাদেশ-ভারতের বাণিজ্যিক সম্পর্ক গুরুত্বপূর্ণ। দুদেশের সম্পর্কও অনেক দৃঢ়।
তিনি বলেন, বাংলাদেশি নাগরিকদের একটি বড় অংশ ভারতে চিকিৎসা করাতে আসেন। তাদের মূল গন্তব্য থাকে পশ্চিমবঙ্গ ও তামিলনাড়ু৷ ঢাকা থেকে সড়ক-রেল ও বিমান যোগে সরাসরি কলকাতা পৌঁছে যান বাংলাদেশি নাগরিকরা। অনেকে কলকাতা থেকেই চেন্নাইতে চিকিৎসার জন্য যান। এছাড়া রয়েছে আত্মীয়দের সঙ্গে দেখা করার বিষয়টি। ফলে ঢাকার ভারতীয় দূতাবাসে বাংলাদেশিদের ভিড় লেগেই থাকে। অভিযোগ, ভিসা পেতে বিস্তর সমস্যা হচ্ছে। এতে বাড়ছে দালাল চক্র এবং বেশি টাকা খরচ করার মতো অভিযোগ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশের বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন। তিনি বলেন, ভারতের সঙ্গে পর্যটনের উন্নয়নের বিষয়ে আরো আলোচনা চলছে।
শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।