০২ এপ্রিল ২০২৫ বুধবার, ০১:৩৭ পিএম
ডেস্ক রিপোর্ট
শেয়ার বিজনেস24.কম
বাংলাদেশে উগ্রপন্থার কোনো স্থান হবে না বলে দৃঢ় প্রতিক্রিয়া জানিয়েছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. মাহফুজ আলম। মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমসের সাম্প্রতিক প্রতিবেদনে ধর্মীয় উগ্রবাদীদের উত্থানের শঙ্কার বিষয়ে মন্তব্য করে তিনি বলেন, ‘আমরা কঠোর অবস্থানে যেতে বাধ্য হব, যদি সতর্কবার্তায় কাজ না হয়।’
আজ বুধবার সকালে কুমিল্লার উত্তর রামপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত মাছুম মিয়ার কবর জিয়ারত শেষে সাংবাদিকদের তিনি বলেন, ‘বাংলাদেশের গণতান্ত্রিক রূপান্তর নিশ্চিত করতে আমরা কাজ করে যাচ্ছি। কোনোভাবেই উগ্রপন্থাকে প্রশ্রয় দেওয়া হবে না। প্রয়োজনে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’
তথ্য উপদেষ্টা বলেন, ‘নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, নতুন পরিস্থিতির কারণে বাংলাদেশে উগ্রপন্থার সুযোগ তৈরি হয়েছে। কিন্তু আমরা স্পষ্ট করে বলতে চাই, এমন কোনো সুযোগ কাউকে দেওয়া হবে না। আমাদের সরকার গণতান্ত্রিক ব্যবস্থার সুরক্ষায় বলিষ্ঠ ভূমিকা রাখবে।’
উপদেষ্টা মাহফুজ আলম জানান, গণ–অভ্যুত্থানের ঘটনায় হতাহতের প্রতিটি ঘটনার বিচার নিশ্চিত করা হবে। ‘আমরা প্রতিটি শহীদ পরিবারের ন্যায়বিচার নিশ্চিত করতে চাই,’ বলেন তিনি। তিনি আরও যোগ করেন, ‘বাংলাদেশের জনগণ বর্তমান অন্তর্বর্তী সরকারের চেষ্টার সঙ্গে রয়েছে। রাজনৈতিক দলগুলোর সহযোগিতা পেলে আমরা একটি স্থিতিশীল ও উন্নত বাংলাদেশ গড়ে তুলতে পারব।’
গণমাধ্যম সংস্কার কমিশনের সুপারিশের প্রসঙ্গে মাহফুজ আলম বলেন, ‘মফস্বলের সাংবাদিকরা যাতে বৈষম্যের শিকার না হন, তা নিশ্চিত করতে সরকার কাজ করছে।’
এ সময় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম সদস্যসচিব জয়নাল আবেদীন শিশির, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কুমিল্লা মহানগরের আহ্বায়ক আবু রায়হান, নিহত মাছুম মিয়ার বাবা শাহিন মিয়াসহ আরও অনেকে উপস্থিত ছিলেন। কবর জিয়ারত শেষে উপদেষ্টা নিহত মাছুম মিয়ার পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেন এবং তাঁদের পাশে থাকার আশ্বাস দেন।
সরকারের কঠোর অবস্থানের বার্তা দিয়ে মাহফুজ আলম বলেন, ‘বাংলাদেশের গণতান্ত্রিক রূপান্তরের পথে উগ্রপন্থার কোনো স্থান নেই।’
শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।