০১ মার্চ ২০২৪ শুক্রবার, ১০:২০ এএম
স্পোর্টস ডেস্ক
শেয়ার বিজনেস24.কম
জমকালো এক অনুষ্ঠানের মধ্য দিয়ে প্রকাশিত হয়েছে বাংলাদেশ দলেন নতুন জার্সি। বৃহস্পতিবার সন্ধ্যায় উন্মোচিত এই জার্সির স্পন্সর কোম্পানি রবি। টেলিকম প্রতিষ্ঠানটি চলতি বছরের ফেব্রুয়ারি থেকে ২০২৭ সালের জুলাই পর্যন্ত সময়ের জন্য বিসিবির সঙ্গে চুক্তি করেছে।
পুরুষ ও নারী জাতীয় ক্রিকেট দলের পাশাপাশি এই সাড়ে তিন বছরে অনূর্ধ্ব-১৯ দলেরও স্পন্সর থাকবে রবি। পরে জার্সি উন্মোচন অনুষ্ঠানে ফ্যাশন শো-এর মাধ্যমে নারী ও পুরুষ দলের অধিনায়করা টাইগারদের নতুন জার্সি প্রদর্শন করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাতীয় পুরুষ দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত, অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ, নারী দলের সহ-অধিনায়ক নাহিদা আক্তার ও মারুফা আক্তার। এছাড়া অনূর্ধ-১৯ পুরুষ দলের অধিনায়ক মাহফুজুর রহমান রাব্বি ও সহ-অধিনায়ক আহরার আমিনও ছিলেন। নারী অনূর্ধ-১৯ দলের হয়ে রাবেয়া খান ও সুমাইয়া আক্তার অনুষ্ঠানে যোগ দেন।
শ্রীলংকার বিপক্ষে আগামী ৪ মার্চ থেকে শুরু হচ্ছে ঘরের মাঠের সিরিজ। এই সিরিজেই রবির জার্সি পরে মাঠে নামবে টাইগাররা।
শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।