১৬ ফেব্রুয়ারি ২০২৫ রবিবার, ০৯:৫০ পিএম
ডেস্ক রিপোর্ট
শেয়ার বিজনেস24.কম
![]() |
"বাংলাদেশের ভবিষ্যৎ উজ্জ্বল, আমাদের ভৌগোলিক অবস্থান শক্তিশালী: প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস"
বাংলাদেশের ভবিষ্যৎ অত্যন্ত আশাব্যঞ্জক বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। রবিবার (১৬ ফেব্রুয়ারি) রাতে চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিসেস আয়োজিত সম্মিলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথা বলেন।
ড. ইউনূস জানান, বাংলাদেশের ভৌগোলিক অবস্থান তাকে একটি গুরুত্বপূর্ণ সুযোগ এনে দিয়েছে। তিনি বলেন, ‘আমরা অত্যন্ত সুবিধাজনক অবস্থানে আছি। যদি আমরা আমাদের প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সমন্বয়ে কাজ করতে পারি, আমাদের অর্থনৈতিক অঞ্চল হিসেবে অগ্রগতি অর্জন করা সম্ভব।’
এছাড়া, প্রধান উপদেষ্টা হতাশ না হওয়ার আহ্বান জানিয়ে বলেন, ‘হতাশ হবেন না, আমি কখনো হতাশ হইনি। আমাদের জনগণ একসময় বোঝা মনে হলেও, আমি তাদের একটি মূল্যবান সম্পদ হিসেবে দেখি। আগামী দিনে আমাদের এখান থেকে অনেক কর্মী বিশ্বের বিভিন্ন স্থানে কাজ করবে।’
১৯৮৭ সালে অনুষ্ঠিত একটি সম্মেলনে তাঁর একটি প্রবন্ধের উল্লেখ করে ড. ইউনূস বলেন, ‘আমার লেখা প্রবন্ধের শিরোনাম ছিল ‘গ্রোয়িং আপ উইথ জায়ান্টস’। তখন আমি ব্যাখ্যা করেছিলাম, আমাদের ভৌগোলিক অবস্থান সত্যিই সুবর্ণ, যা আমাদের জাতিগত শক্তি হিসেবে কাজ করবে। ভারত ও চীনের মতো দুই মহাশক্তির মাঝে অবস্থিত বাংলাদেশ কখনো পিছিয়ে পড়বে না, বরং এগিয়ে যাবে।’
তিনি আরও বলেন, ‘আমাদের উত্তরে বিখ্যাত হিমালয় পর্বতমালা রয়েছে, যেখানে শক্তিশালী জলবিদ্যুৎ রয়েছে। বাংলাদেশ এ শক্তি ব্যবহার করতে পারলে অর্থনৈতিকভাবে অনেক এগিয়ে যাবে।’
ড. ইউনূস আশা প্রকাশ করে বলেন, ‘নেপাল জলবিদ্যুৎ দিতে রাজি, আমরাও নিতে প্রস্তুত। যদিও ভারতের ৪০ কিলোমিটার পথ কিছুটা প্রতিবন্ধক, তবে আমি বিশ্বাস করি ভারত তাদের স্বার্থের কারণে এই সুযোগ প্রদান করবে। বাংলাদেশকে আর কেউ থামিয়ে রাখতে পারবে না।’
শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।