facebook twitter You Tube rss bangla fonts

ঢাকা, ০৬ জানুয়ারি সোমবার, ২০২৫

Walton

বাইডেনের ডমেস্টিক পলিসি উপদেষ্টা হলেন ভারতীয় বংশোদ্ভূত নীরা


০৬ মে ২০২৩ শনিবার, ০১:১৪  পিএম

আন্তর্জাতিক ডেস্ক

শেয়ার বিজনেস24.কম


বাইডেনের ডমেস্টিক পলিসি উপদেষ্টা হলেন ভারতীয় বংশোদ্ভূত নীরা

ভারতীয় বংশোদ্ভূত নীরা ট্যান্ডনকে ডমেস্টিক পলিসি উপদেষ্টা হিসেবে নিয়োগ দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ বিভিন্ন বিষয়ে নীতি নির্ধারণ এবং উপদেষ্টা হিসাবে নিয়োগ করা হয়েছে নীরা ট্যান্ডনকে। এর আগে বাইডেনের ডমেস্টিক পলিসি উপদেষ্টা ছিলেন সুজান রাইস। তাকে সরিয়েই এই পদে বসলেন ভারতীয় বংশোদ্ভূত নীরা।

নীরা ট্যান্ডনই হলেন প্রথম ভারতীয় বংশোদ্ভূত যিনি যুক্তরাষ্ট্রের ডমেস্টিক পলিসি উপদেষ্টা হলেন। জননীতি নির্ধারণে ২৫ বছরের অভিজ্ঞতা রয়েছে নীরার। তার এই অভিজ্ঞতাকেই কাজে লাগাতে চায় বাইডেন প্রশাসন।

এ ব্যাপারে বাইডেন বলেছেন, সিনিয়র উপদেষ্টা এবং স্টাফ সেক্রেটারি হিসাবে আমার অভ্যন্তরীণ, অর্থনৈতিক এবং জাতীয় নিরাপত্তা দলের নীতি নির্ধারণ প্রক্রিয়া দেখভাল করবেন নীরা ট্যান্ডন। জননীতি প্রণয়নে দীর্ঘ ২৫ বছরের অভিজ্ঞতা রয়েছে তার। অতীতে তিন জন প্রেসিডেন্টের হয়ে গুরুত্বপূর্ণ পদে কাজ করেছেন তিনি। দেশের সব থেকে বড় থিঙ্ক ট্যাঙ্ককে তিনি প্রায় এক দশক নেতৃত্ব দিয়েছেন।

নীরা ট্যান্ডন জো বাইডেনের সিনিয়র উপদেষ্টা এবং স্টাফ সেক্রেটারি হিসাবে কাজ করছিলেন। প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ও ক্লিনটন প্রশাসনেও গুরুত্বপূর্ণ পদে ছিলেন তিনি।

সেন্টার ফর আমেরিকান প্রোগ্রেস অ্যান্ড সেন্টার ফর আমেরিকান পোগ্রেস অ্যাকশনের সিএইও এবং প্রেসিডেন্ট তিনি। স্বাস্থ্য বিষয়ে নীতি নির্ধারণের ব্যাপারেও অভিজ্ঞতা রয়েছে নীরার।

শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

আপনার মন্তব্য লিখুন: