১১ জানুয়ারি ২০২৫ শনিবার, ০৯:৪৯ এএম
ডেস্ক রিপোর্ট
শেয়ার বিজনেস24.কম
বিদায়ী সপ্তাহে (০৫-০৯ জানুয়ারি’২৫) দেশের শেয়ারবাজারে টাকার অংকে লেনদেন বাড়লেও আড়াই হাজার কোটি টাকার বেশি বাজার মূলধন গায়েব হয়েছে। আলোচ্য সপ্তাহ দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের পতন ঘটেছে। বিদায়ী সপ্তাহে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) বাজার মূলধন মূলধন কমেছে ২ হাজার ৬৫৮ কোটি ২৫ লাখ টাকা বা ০.৪০ শতাংশ।
অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) বিদায়ী সপ্তাহে সূচকের পাশাপাশি টাকার অংকে লেনদেন কমেছে।
সাপ্তাহিক বাজার পর্যালোচনায় দেখা যায়, সপ্তাহের ব্যবধানে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৫.১৯ পয়েন্ট বা ০.১০ শতাংশ কমে দাঁড়িয়েছে ৫ হাজার ১৯৪.৪৩ পয়েন্টে।
অপর সূচকগুলোর মধ্যে- ডিএসই-৩০ সূচক ৬.৭ পয়েন্ট বা ০.৩৫ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ৯২৪.২৭ পয়েন্টে।
ডিএসই শরিয়াহ সূচক ডিএসইএস ৬.৮৪ পয়েন্ট বা ০.৫৯ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ১৬১.৯৪ পয়েন্টে।
এছাড়া, ডিএসএমইএক্স সূচক ৬.৫৭ পয়েন্ট বা ০.৫৯ শতাংশ কমে দাঁড়িয়েছে ১ হাজার ১০৩.৬৯ পয়েন্টে।
বিদায়ী সপ্তাহে ডিএসইতে মোট ৩৯৮টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে।
এর মধ্যে দর বেড়েছে ১৪০টি, কমেছে ২০৮টি এবং অপরিবর্তিত রয়েছে ৫০টি প্রতিষ্ঠানের।
বিদায়ী সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৬৫ কোটি ৫৩ লাখ ৬০ হাজার শেয়ার ৫ লাখ ৬০ হাজার ৭৪২বার হাতবদল হয়।
টাকার অংকে যার বাজার মূল্য দাঁড়িয়েছে ১ হাজার ৭৩২ কোটি ৯৭ লাখ ৫০ হাজার টাকা।
আর আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ১ হাজার ৩৯২ কোটি ৪৮ লাখ ৪০ হাজার টাকার।
অর্থাৎ সপ্তাহের ব্যবধানে ডিএসইতে লেনদেন বেড়েছে ৩৪০ কোটি ৪৯ লাখ ১০ হাজার টাকা বা ২৪.৪৫ শতাংশ।
বিদায়ী সপ্তাহের প্রথম কার্যদিবস লেনদেন শুরুর আগে ডিএসইতে বাজার মূলধন ছিল ৬ লাখ ৬২ হাজার ৯৫১ কোটি ৪২ লাখ ৯০ হাজার টাকা।
আর সপ্তাহের শেষ কার্যদিবস লেনদেন শেষে বাজার মূলধন দাঁড়িয়েছে ৬ লাখ ৬০ হাজার ২৯৩ কোটি ১৭ লাখ ৯০ হাজার টাকায়।
অর্থাৎ সপ্তাহের ব্যবধানে বাজার মূলধন কমেছে ২ হাজার ৬৫৮ কোটি ২৫ লাখ টাকা বা ০.৪০ শতাংশ।
অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) বিদায়ী সপ্তাহে সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৯২.৩৮ পয়েন্ট বা ০.৬৩ শতাংশ কমে দাঁড়িয়েছে ১৪ হাজার ৪৫৯.৯১ পয়েন্টে।
সিএসইর অপর সূচক সিএসসিএক্স ৬২.৪১ পয়েন্ট বা ০.৭০ শতাংশ কমে দাঁড়িয়েছে ৮ হাজার ৭৯৭.১০ পয়েন্টে।
অপর ২টি সূচকের মধ্যে সিএসই-৫০ সূচক ১০.৩ পয়েন্ট বা ০.৯২ শতাংশ কমে এবং সিএসআই সূচক ১.০৩ পয়েন্ট বা ০.১১ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে- এক হাজার ১০৯.৮৩ পয়েন্টে এবং ৯৩৩.০৪ পয়েন্টে।
এছাড়া, সিএসই-৩০ সূচক ১৭৫.৫৪ পয়েন্ট বা ১.৪৫ শতাংশ কমে দাঁড়িয়েছে ১১ হাজার ৯১৭.১৫ পয়েন্টে।
সপ্তাহজুড়ে সিএসইতে ৩০৪টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেনে অংশ নিয়েছে।
এর মধ্যে দর বেড়েছে ১২০টি, কমেছে ১৫২টি এবং অপরিবর্তিত রয়েছে ৩২টির।
সপ্তাহটিতে টাকার পরিমাণে লেনদেন হয়েছে ৪০ কোটি ৩৫ লাখ ৭১ হাজার ৪৩৪ টাকার।
আর আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ১৬০ কোটি ৫৫ লাখ ৪৩ হাজার ৮৬০ টাকার।
অর্থাৎ সপ্তাহের ব্যবধানে সিএসইতে লেনদেন কমেছে ১২০ কোটি ১৯ লাখ ৭২ হাজার ৪২৫ টাকা বা ৭৪.৮৬ শতাংশ।
শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।