facebook twitter You Tube rss bangla fonts

ঢাকা, ১১ জানুয়ারি শনিবার, ২০২৫

Walton

বাজারে আসছে শাওমি মি ৫সি


১৪ ডিসেম্বর ২০১৬ বুধবার, ০২:২১  পিএম

শেয়ার বিজনেস24.কম


বাজারে আসছে শাওমি মি ৫সি

কনফিগারেশনে উন্নত ফোন কম দামে বিক্রির বেলায় জুড়ি মেলা ভার শাওমির। অন্যান্য চীনা স্মার্টফোন প্রস্তুতকারকদের মতো এই প্রতিষ্ঠানের পণ্যের দশা `সস্তায় তিন-অবস্থা` হয় না বলে প্রায় অ্যাপল-স্যামসাংয়ের ফোনের মতোই এর আসন্ন ডিভাইস নিয়ে মাতামাতি হয়ে থাকে। এখন যেমনটা হচ্ছে `শাওমি মি ৫সি` নিয়ে।
 
নতুন ডিভাইসটি নিয়ে এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি চীনের অ্যাপল খ্যাত শাওমি। তবে ই-কমার্স জায়ান্ট আলিবাবা`র মালিকাধীন `টিমল` নামের এক চীনের ওয়েবসাইটে ফোনটি তালিকাভুক্ত হওয়ায় কানাঘুষাটা বেড়েছে। যদিও ডিভাইসটির দাম বা বাজারজাতকরণের দিনক্ষণের ব্যাপারে কোনো তথ্যই জানা যায়নি।
 
বাজার বিশেষজ্ঞদের মতে, `টিমল` -এ তালিকাভুক্ত হওয়ার মানে শিগগিরই শাওমি মি ৫সি প্রকাশ্যে আসতে চলেছে। আর ফোনটির কনফিগারেশন বলছে, এর দাম খুব একটা বেশি হবে না।
 
দাম বা উন্মোচনের তারিখ জানা না গেলেও শাওমি মি ৫সি`র কনফিগারেশনের প্রায় সকল তথ্যই জেনে গেছে প্রযুক্তি বিশ্ব। প্রযুক্তি বিষয়ক সংবাদ মাধ্যমগুলোর মতে, মেটাল ক্লাডের এই ফোনে থাকবে এইচডি ডিসপ্লে, অক্টা-কোর ২.২ গিগাহার্টজ প্রসেসর, ৩ জিবি র‍্যাম, ৩২ জিবি ইন্টারনাল মেমরি। অ্যান্ড্রয়েড ৬.০ মার্শম্যালো চালিত ডিভাইসটি গোলাপী-সোনালি, সোনালি ও কালো রঙে বাজারে আসবে।
 
এতে আরও থাকবে স্লিক ফ্রেম, গোলাকার প্রান্ত, দুটো হোম বাটন, ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, উন্নত পাওয়ার ও ভলিউমের ব্যবস্থা। এর ব্যাটারি বা কানেক্টিভিটির মতো আরও কিছু স্পেসিফিকেশনের নির্ভরযোগ্য কোনো তথ্য পাওয়া যায়নি।

শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

আপনার মন্তব্য লিখুন:

বিজ্ঞান ও প্রযুক্তি -এর সর্বশেষ