facebook twitter You Tube rss bangla fonts

ঢাকা, ১২ জানুয়ারি রবিবার, ২০২৫

Walton

বাজারে আসছে ৬ জিবি র‌্যামসহ গ্যালাক্সি সি৯


১৯ অক্টোবর ২০১৬ বুধবার, ০৫:৩৬  পিএম

শেয়ার বিজনেস24.কম


বাজারে আসছে ৬ জিবি র‌্যামসহ গ্যালাক্সি সি৯

স্মার্টফোন গ্যালাক্সি সি৯ বাজারে আনছে স্যামসাং। দক্ষিণ কোরীয় সংস্থাটির নতুন স্মার্টফোনের ফার্স্ট লুক ও ফিচার সম্প্রতি টুইটারে ফাঁস হয়ে গেছে। একইসঙ্গে ফাঁস হয়ে গেছে গ্যালাক্সি ‘সি৯ প্রো’-মডেলের ছবিও।

প্রথম ছবি দেখে অবশ্য কোনো মডেলরই ফিচার বোঝার বিশেষ উপায় নেই। তবে একটি ভারতীয় সংবাদ মাধ্যমের দাবি, সি৯ মডেলে থাকতে পারে স্ন্যাপড্রাগন ৬৫২ প্রসেসর, ৬ জিবি র‌্যাম, ৬৪ জিবি ইন্টারনাল স্টোরেজ, ১৬ মেগাপিক্সেল রিয়ার ও ফ্রন্ট ক্যামেরা।

অ্যান্ড্রয়েড ৬.০.১ মার্শমেলো আপডেট-নির্ভর সি৯ হ্যান্ডসেটটির ব্যাটারি ৪০০০ এমএএইচ-এর হতে পারে। ১৮৫ গ্রাম ওজনের এই মডেলটি ফোর-জি এলটিই সাপোর্টেড। ব্যবহারকীদের ডেটা সুরক্ষিত রাখতে থাকবে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। দাম কত হতে পারে তা এখনও জানা যায়নি।

শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

আপনার মন্তব্য লিখুন:

বিজ্ঞান ও প্রযুক্তি -এর সর্বশেষ