১৯ মে ২০২৩ শুক্রবার, ১১:১৩ এএম
বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক
শেয়ার বিজনেস24.কম
তাইওয়ানের স্মার্টফোন নির্মাতা ব্র্যান্ড ‘এইচটিসি’ বৃহস্পতিবার (১৭ মে) তাইওয়ানেই ‘এইচটিসি ইউ২৩’ ও ‘এইচটিসি ইউ২৩ প্রো’ মডেলের নতুন দুটি স্মার্টফোন উন্মেচন করেছে। দুটি ফোনেই প্রসেসর হিসেবে ব্যবহার করা হয়েছে কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৭ জেন ১ চিপসেট। ফোনটির ধুলা ও পানিরোধী রেটিং আইপি৬৭।
এ ছাড়া ক্যামেরা হিসেবে এইচটিসি ইউ ২৩-এ ব্যবহার করা হয়েছে ট্রিপল ক্যামেরা সেটআপ এবং এইচটিসি ইউ ২৩ প্রো-তে ব্যবহার করা হয়েছে কোয়াড ক্যামেরা সেটআপ। এইচটিসি ইউ ২৩-এর স্টোরেজ ১২৮ জিবি ও র্যাম ৮ জিবি, এর ট্রিপল ক্যামেরা সেটআপের মূল সেন্সর হতে যাচ্ছে ৬৪ মেগাপিক্সেলের, সঙ্গে থাকছে ৮ মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড ক্যামেরা সেন্সর ও ২ মেগাপিক্সেলের ডেপথ সেন্সর। তবে ফোনটি এখনও বাজারে উন্মুক্ত করা হয়নি এবং এর দামের বিষয়েও কিছু জানায়নি এইচটিসি।
অপরদিকে এইচটিসির তাইওয়ান স্টোর থেকে এরই মধ্যে কেনা যাচ্ছে এইচটিসি ইউ২৩ প্রো। এই ফোনটির কোয়াড ক্যামেরা সেটআপে মূল সেন্সর হতে যাচ্ছে ১০৮ মেগাপিক্সেলের, সঙ্গে থাকছে ৮ মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড সেন্সর, ৫ মেগাপিক্সেলের ম্যাক্রো ইউনিট ও ২ মেগাপিক্সেলের ডেপথ ক্যামেরা সেন্সর। শক্তিশালী ক্যামেরার এই ফোনটির দাম তাইওয়ানের মুদ্রায় ১৬ হাজার ৯৯০ টিডব্লিউডি (৫১০ ডলার)। ৩০ মে পর্যন্ত স্টোরগুলোতে ফোনটির সঙ্গে ফ্রি এইচটিসি ট্রু ওয়্যারলেস ব্লুটুথ হেডসেটের অফার চলবে।
দুটি ফোনেরই কিছু ফিচারে মিল রয়েছে। উভয় ফোনই ডুয়েল ন্যানো সিম সাপোর্ট করবে, অ্যান্ড্রয়েড ১৩ অপারেটিং সিস্টেমে চলবে এবং দুইটি ফোনেই ব্যবহার করা হয়েছে ৬.৭ ইঞ্চির ফুল এইচডি ওএলইডি ডিসপ্লে, ডিসপ্লেটির রিফ্রেশ রেট থাকছে ১২০ হার্জ, দুইটি ফোনেরই ফ্রন্ট/ সেলফি ক্যামেরায় যুক্ত করা হয়েছে ৩২ মেগাপিক্সেলের ক্যামেরা সেন্সর। ফোনগুলোর ৪ হাজার ৬০০ এমএইচ লিথিয়াম আয়ন ব্যাটারির সঙ্গে থাকবে ৩০ ওয়াটের ফাস্ট চার্জার এবং ফোনগুলো ১৫ ওয়াটের ওয়্যারলেস চার্জিংও সাপোর্ট করবে।
সাধারণত এই বাজেটের ফোনগুলোতে এখন আর ৩.৫ এমএম অডিও জ্যাক যুক্ত না থাকলেও এইচটিসি তাদের ফোনগুলোতে তা সংযুক্ত করেছে, এ ছাড়া এতে চার্জিং পোর্ট হিসেবে টাইপ-সিই যুক্ত থাকছে। পাশাপাশি থাকছে ওয়াইফাই ৬, ব্লুটুথ ভি৫.২। এর ফিঙ্গারপিন্ট সাইড মাউন্টেডে যুক্ত করা হয়েছে। এইচটিসি ইউ ২৩ প্রো ফোনটির ওজন ২০৫ গ্রাম ও এইচটিসি ইউ২৩-এর ওজন ২০২ গ্রাম।
এর আগে গতমাসে ‘ওয়াইল্ডফায়ার ই২ প্লে’ স্মার্টফোনটি উন্মুক্ত করেছিল এইচটিসি। লো বাজেটের এই ডিভাইসটি আফ্রিকার বাজারকে লক্ষ্য করেই বানানো। কোনো ধরণের বিশেষ ফিচার বা নতুন কোনো প্রযুক্তি ব্যবহার না করেও স্বল্প দামের এই ফোনটি আফ্রিকার বাজারে বেশ জনপ্রিয়তাই পেয়েছে। সূত্র : গ্যাজেটস ৩৬০
শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।