facebook twitter You Tube rss bangla fonts

ঢাকা, ১৫ এপ্রিল মঙ্গলবার, ২০২৫

Walton

বাজারে হঠাৎ আলো ছড়ালো তিন বনেদী শেয়ার!


০৯ এপ্রিল ২০২৫ বুধবার, ০৯:৪৭  এএম

স্টাফ রিপোর্টার

শেয়ার বিজনেস24.কম


বাজারে হঠাৎ আলো ছড়ালো তিন বনেদী শেয়ার!

দীর্ঘদিন নিস্ক্রিয় থাকা তিন `বনেদী` শেয়ার যেন হঠাৎ ঘুম ভেঙে জেগে উঠেছে। বিডি ল্যাম্প, হাইডেলবার্গ সিমেন্ট ও ডেসকোর শেয়ারদামে মঙ্গলবার দেখা গেছে চমকপ্রদ উল্লম্ফন, যা বিনিয়োগকারীদের নজর কেড়েছে বেশ ভালোভাবেই। এক সময় যেসব শেয়ার বাজারে আস্থা, মুনাফা ও সম্মানের প্রতীক ছিল—সেই শেয়ারগুলোই আজ আবার আলোচনায়।

বাজার বিশ্লেষকরা বলছেন, এসব ঐতিহ্যবাহী কোম্পানির শেয়ারদর দীর্ঘদিন ধরে স্থবির থাকলেও কিছু ইতিবাচক গুঞ্জন বা বাজারের মনস্তাত্ত্বিক পরিবর্তনের প্রভাবে মাঝে মাঝে এমন জাগরণ ঘটে। মঙ্গলবার লেনদেনে তিন কোম্পানির শেয়ারই দিনের সর্বোচ্চ দামে পৌঁছে `হল্টেড` হয়েছে, যা বাজারে বিরল দৃশ্য।

বিশেষজ্ঞরা মনে করছেন, মূল্যায়নভিত্তিক বিনিয়োগ বাড়লে এই ধরনের স্থিতিশীল কোম্পানির শেয়ার আবারও বাজারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তবে এর জন্য প্রয়োজন কোম্পানিগুলোর পরিচালন দক্ষতা ও আর্থিক ভিত্তি পুনরুদ্ধার।

বিনিয়োগকারীদের ভাষায়, “একসময় যে শেয়ারগুলো আমাদের ভরসা দিত, তাদের সামান্য নড়াচড়াও আমাদের আশাবাদী করে তোলে।” মঙ্গলবার বাজারে সেই আশার আলোই যেন ফুটে উঠেছে এই তিন বনেদী শেয়ারে।

শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

আপনার মন্তব্য লিখুন: