facebook twitter You Tube rss bangla fonts

ঢাকা, ২৭ ডিসেম্বর শুক্রবার, ২০২৪

Walton

বাজে পারফরম্যান্সে বেতন কমতে পারে পাকিস্তানি ক্রিকেটারদের


১৬ জুন ২০২৪ রবিবার, ০৪:৪০  পিএম

স্পোর্টস ডেস্ক

শেয়ার বিজনেস24.কম


বাজে পারফরম্যান্সে বেতন কমতে পারে পাকিস্তানি ক্রিকেটারদের

গত বছরের নভেম্বরে ভারতে বিশ্বকাপ খেলতে গিয়ে গ্রুপপর্ব থেকেই বিদায় নেয় পাকিস্তান। চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপেও প্রত্যাশিত পারফরম্যান্স করতে পারেনি বাবর আজমের নেতৃত্বাধীন পাকিস্তান ক্রিকেট দল।

টি-টোয়েন্টি বিশ্বকাপের চলতি নবম আসরে টানা দুই ম্যাচে যুক্তরাষ্ট্র ও চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষে হেরে গ্রুপপর্ব থেকেই বিদায় নেয় পাকিস্তান। দলের এমন বাজে পারফরম্যান্সে ক্ষুব্ধ পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

পাকিস্তানের সংবাদ সংস্থা পিটিআই সূত্রে খবর, পাকিস্তানের ক্রিকেটারদের কেন্দ্রীয় চুক্তি খতিয়ে দেখা হবে। বেতন কমতে পারে বাবর আজমদের। তাছাড়া পাকিস্তানের ক্রিকেটারদের বিদেশি লিগে খেলা নিয়েও কড়াকড়ি নির্দেশনা দিতে পারে পিসিবি।

সংবাদ সংস্থা পিটিআইকে পাকিস্তান ক্রিকেট বোর্ডের এক কর্মকর্তা বলেছেন, ‘পিসিবির বর্তমান চেয়ারম্যান মহসিন নকভিকে পাকিস্তানের কয়েক জন সাবেক ক্রিকেটার পরামর্শ দিয়েছেন বাবর আজমদের কেন্দ্রীয় চুক্তি আরও একবার খতিয়ে দেখার জন্য। তারা যে পারিশ্রমিক পান, সেই অনুযায়ী দেশের হয়ে খেলতে পারছেন কি না। প্রয়োজনে ক্রিকেটারদের বেতন কমানো হতে পারে।’

‘এ’ ক্যাটাগরিতে থাকা অধিনায়ক বাবর আজম, মোহাম্মদ রিজওয়ান ও পেসার শাহিন শাহ আফ্রিদি মাসে ৪৫ লাখ পাকিস্তানি রুপি বেতন পান। ‘বি’ ক্যাটাগরিতে থাকা শাদাব খান, হারিস রউফ, নাসিম শাহ, ফখর জামানরা মাসে ৩০ লাখ পাকিস্তানি রুপি করে বেতন পান। ‘সি’ ও ‘ডি’ ক্যাটাগরিতে থাকা ইমাদ ওয়াসিম, ইফতেখার আহমেদরা মাসে ১৫ লাখ পাকিস্তানি রুপি করে বেতন পান।

শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

আপনার মন্তব্য লিখুন:

খেলার জগৎ -এর সর্বশেষ