১৭ মার্চ ২০২৫ সোমবার, ০৩:০০ পিএম
ডেস্ক রিপোর্ট
শেয়ার বিজনেস24.কম
![]() |
ঢাকা স্টক এক্সচেঞ্জের ব্রোকারেজ প্রতিষ্ঠানের মালিকদের সংগঠন, ডিএসই ব্রোকার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ডিবিএ), আসন্ন ২০২৫-২৬ অর্থবছরের বাজেটে পুঁজিবাজারের স্থিতিশীলতা নিশ্চিত করতে শেয়ারবাজারে বিনিয়োগে ক্যাপিটাল গেইন বা মূলধনি মুনাফার উপর কর কমানোর প্রস্তাব দিয়েছে।
এছাড়া, সংস্থাটি মূলধনী আয়ের করহার ১৫ শতাংশের পরিবর্তে সর্বোচ্চ ১০ শতাংশ করার পাশাপাশি, কর রেয়াতের পরিমাণ অপরিবর্তিত রেখে বিনিয়োগ সীমা বাড়ানোরও সুপারিশ করেছে। তাদের প্রস্তাবে আরও উল্লেখ করা হয়েছে যে, ভাল মৌলভিত্তিক কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত করতে তালিকাভুক্ত ও অ-তালিকাভুক্ত কোম্পানির মধ্যে কর ব্যবধান কমপক্ষে ১৫ শতাংশ করার আহ্বান জানানো হয়েছে।
এ প্রস্তাবগুলো জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান বরাবরে সোমবার (১৭ মার্চ) পাঠানো এক চিঠিতে তুলে ধরা হয়।
শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।